নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার ঘোষণা করল ভারত সরকার ৷ সরকারের তরফে জানানো হয়েছে যে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে খালিস্তানি জঙ্গিকে খুনে জড়িত থাকার অভিযোগ তোলার পর, দুই দেশের মধ্যে সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ভারত সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যদিও সরকারের তরফে এই সিদ্ধান্তকে ‘অপারেশনাল’ বলে উল্লেখ করা হয়েছে, এমনটাই জানিয়েছে অনলাইন ভিসা আবেদন করার কেন্দ্র বিএলএস ইন্টারন্য়াশনাল ৷
হরদীপ সিং নিজ্জার খালিস্তানি জঙ্গি বলে অভিযুক্ত ৷ ভারতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷ তাঁর মাথার দামও এনআইএ ঘোষণা করেছিল ৷ দু’মাস আগে তাঁকে গুলি করা খুন করা হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনা নিয়ে গত সোমবার আচমকা সরব হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তিনি দাবি করেন, নিজ্জারের খুনে ভারত সরকারের এজেন্টরা জড়িত রয়েছে বলে তাঁর সরকারের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে ৷ এর পরই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে ৷