কলকাতা, 13 সেপ্টেম্বর : 2020-21 অর্থবর্ষে ভারতীয় সংস্থাগুলি (সংগঠিত) করোনা মোকাবিলায় 1 হাজার 600 কোটি টাকারও বেশি খরচ করেছে ৷ সোমবার প্রকাশ্যে আসা একটি সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷ 350টিরও বেশি বেসরকারি সংস্থাকে এই সমীক্ষার আওতায় আনা হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার জন্য 750টিরও বেশি সামাজিক উদ্যোগ শুরু করেছে এই বেসরকারি কর্পোরেট সংস্থাগুলি ৷
আরও পড়ুন :Corona in India : সংক্রমণ কমে 27 হাজারের ঘরে, মৃত 219
‘সিএসআর রেসপন্স টু কোভিড 2.0’ (CSR Response to COVID 2.0) শীর্ষক এই সমীক্ষা রিপোর্টের দাবি, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলি যে উদ্যোগ নিয়েছে, তার 57 শতাংশই সরাসরি কোভিড আক্রান্তদের সহযোগিতার উদ্দেশ্যে চালু করা হয় ৷ 400-রও বেশি সংস্থা করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রীর উৎপাদন ও বণ্টন শুরু করে ৷ পিপিই কিট থেকে ভেন্টিলেটর, করোনা মোকাবিলায় সবেরই জোগান দিয়েছে এই সংস্থাগুলি ৷
সম্প্রতি কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে কোভিড খাতে খরচের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বেশ কিছু সুবিধাও দেওয়া হয়েছে ৷ যে সংস্থা এই সমীক্ষা চালিয়েছে, তাদের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, করোনা মোকাবিলায় কর্পোরেট সংস্থাগুলি যেভাবে সাড়া দিয়েছে, যেভাবে আপদকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামলানো হয়েছে, তারা যে নমনীয়তা এবং দ্রুততার সঙ্গে বিভিন্ন চিকিৎসামগ্রীর উৎপাদন ও বণ্টনে ছাড়পত্র দিয়েছে এবং সর্বোপরি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সঙ্গে যেভাবে সমন্বয় রক্ষা করে কাজ করেছে, তা প্রশংসনীয় ৷
আরও পড়ুন :Corona in Bengal : টেস্ট কমলেও আক্রান্তের সংখ্যা প্রায় অপরিবর্তিত
সমীক্ষকদের হাতে আসা তথ্য বলছে, মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক এবং উত্তরপ্রদেশে করোনা মোকাবিলায় যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, তার 35 শতাংশই করেছে বেসরকারি কর্পোরেট সংস্থাগুলি ৷ 200টিরও অক্সিজেন প্লান্ট, 75টিরও বেশি অস্থায়ী হাসপাতাল, 10 হাজারেরও বেশি শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড, প্রায় 3 হাজার 500 ভেন্টিলেটর এবং 1 লক্ষ 40 হাজারেরও বেশি অক্সিজেন কনসেনট্রেটর এই সংস্থাগুলি সরবরাহ করেছে ৷ এছাড়াও, 17টি রাজ্যে কোভিড সংক্রান্ত সচেতনতামূলক প্রচারের জন্য 150 কোটি টাকারও বেশি খরচ করেছে 33টি কর্পোরেট সংস্থা ৷