নয়াদিল্লি, 8 মার্চ : আগের আর্থিক বছরের তুলনায় 2019-20 সালে ভারতের বেসরকারি কোম্পানিগুলিতে যৌন হেনস্থার ঘটনা বেড়েছে ৷ কর্পোরেট গভর্ন্যান্স নিয়ে এমনই রিপোর্ট দিয়েছে এক্সেলেন্স এনাব্লার্স ৷ যেখানে বলা হয়েছে 2019-20 বর্ষে 678টি যৌন হেনস্থার অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ যার মধ্যে 600টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে সেই রিপোর্টে বলা হয়েছে ৷ তবে, এই 600টি নিষ্পত্তি হওয়া অভিযোগের মধ্যে কতগুলি প্রমাণিত তার সঠিক কোনও তথ্য নেই৷
এক্সেলেন্স এনাব্লার্সের সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ‘‘2019-20 অর্থবর্ষে 678টি যৌন হেনস্থার অভিযোগ নথিভুক্ত হয়েছিল ৷ যার মধ্যে 600 অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে ৷ তবে, এই 600 অভিযোগের কতগুলি প্রমাণ করা গিয়েছে, তার স্পষ্ট কোনও ধারণা বা নথি পাওয়া যায়নি ৷’’ সেই সমীক্ষায় এও বলা হয়েছে, যেহেতু নিরাপদ কর্মস্থল তৈরি করাই মূল উদ্দেশ্য ৷ তাই এ নিয়ে একটি সুনির্দিষ্ট ধারণা থাকলে তা খুবই সুবিধাজনক হত ৷