নয়াদিল্লি, 29 মার্চ: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) বৈঠকের আয়োজক ভারত (India hosting SCO National Security Advisors meeting) । ভারত বর্তমানে এই বৈঠকের সভাপতিত্ব করছে । বুধবার দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisors) এবং শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে । ওই বৈঠকে উদ্বোধনী ভাষণ দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সভায় পাকিস্তানও অংশ নেবে । তবে কোন মাধ্যমে বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তা এখনও ঠিক হয়নি ।
রুশ নিরাপত্তা পরিষদের তথ্য অনুযায়ী, রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভও এই বৈঠকে অংশ নেবেন । এর পরে 27-29 এপ্রিলের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীদের পরবর্তী গুরুত্বপূর্ণ এসসিও বৈঠক হবে । দিল্লিতেও এই বৈঠক হবে । প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর 4 ও 5 মে গোয়ায় পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হবে। এসসিও সদস্য দেশগুলির পররাষ্ট্র মন্ত্রীরা ওই বৈঠকে অংশ নেবেন ।