পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

President Droupadi Murmu বিশ্বকে গণতন্ত্রের ক্ষমতা বুঝিয়েছে ভারত, বললেন রাষ্ট্রপতি মুর্মু - ভারতের 75 তম স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ রাষ্ট্রপতি হিসেবে এটাই তাঁর প্রথম ভাষণ ৷

President Droupadi Murmu
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

By

Published : Aug 14, 2022, 11:01 PM IST

নয়াদিল্লি, 14 অগস্ট: দেশের 75তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করলেন দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে এবং দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছেন, এদিন তাঁদেরও শ্রদ্ধা জানান তিনি ৷

এদিন রাষ্ট্রপতি বলেন, "গণতন্ত্রের আসল ক্ষমতা কী, তা বিশ্বকে বুঝিয়েছে ভারত ৷ দেশের বৃদ্ধি আরও সুসংহত হয়েছে ও বৈষম্য দূর হচ্ছে ৷ স্বাধীনতার এই বিশেষ দিনেই ঔপনিবেশিক শাসনকে উৎখাত করে, আমরা নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে শিখেছিলাম ৷ স্বাধীন ভারতের জন্য যে পুরুষ, মহিলারা প্রাণ দিয়েছিলেন তাঁদের সকলকে আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাই ৷"

আরও পড়ুন: জলের নীচে জাতীয় পতাকা হাতে ভারতীয় সেনা, দেখুন ভিডিয়ো

দ্রৌপদী মুর্মু এদিন আরও বলেন, "ভারতে গণতন্ত্রের শিকড় যে শুধু আরও মজবুত হয়েছে তাই নয়, এটি সমৃদ্ধও হয়েছে ৷ বিদেশি শাসকের বহু বছরের অত্যাচার সত্ত্বেও আমরা অনেকাংশে দারিদ্রতা ও অশিক্ষা থেকে বেরিয়ে আসতে পেরেছি ৷"

ABOUT THE AUTHOR

...view details