নয়াদিল্লি, 14 অগস্ট: দেশের 75তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করলেন দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে এবং দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছেন, এদিন তাঁদেরও শ্রদ্ধা জানান তিনি ৷
এদিন রাষ্ট্রপতি বলেন, "গণতন্ত্রের আসল ক্ষমতা কী, তা বিশ্বকে বুঝিয়েছে ভারত ৷ দেশের বৃদ্ধি আরও সুসংহত হয়েছে ও বৈষম্য দূর হচ্ছে ৷ স্বাধীনতার এই বিশেষ দিনেই ঔপনিবেশিক শাসনকে উৎখাত করে, আমরা নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে শিখেছিলাম ৷ স্বাধীন ভারতের জন্য যে পুরুষ, মহিলারা প্রাণ দিয়েছিলেন তাঁদের সকলকে আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাই ৷"