পাটনা, 6 জুন: ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ (India Heading Towards Civil War)৷ কেন্দ্রকে একহাত নিয়ে এই ভাষাতেই তোপ দাগলেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব (Lalu on Civil war)৷ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে মানুষকে জোট বাঁধার ডাক দিয়েছেন তিনি ৷
সম্পূর্ণ ক্রান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য পেশের সময় লালু বলেন, "বিজেপি যে ভাবে কাজ করছে, তাতে দেশ ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ৷ দেশের মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি ৷ আমাদের একসঙ্গে থেকে লড়তে হবে এবং আমরাই জিতব ৷"
ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে লালু বলেছেন, "আমাদের পিছু হঠতে হবে না ৷"