হায়দরাবাদ, 26 মে : বিশ্বে স্মার্টফোন নির্ভর তথ্য আদান-প্রদানে ভারত প্রথম স্থানে রয়েছে ৷ ইন্টারনেট ব্যবহারকারীর দিক দিয়ে দেশ দু'নম্বর ও স্টার্টআপ ব্যবসার দিক দিয়ে তিন নম্বর স্থানে রয়েছে (India has worlds third largest startup ecosystem says PM Modi) ৷ বৃহস্পতিবার হায়দরাবাদে আইএসবি'র (ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস) 20তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এদিন প্রধানমন্ত্রী বলেন, "ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবসার বাজার ৷ ক্রেতার দিক দিয়েও ভারত বিশ্বের তিন নম্বর বাজার ৷ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত সবচেয়ে দ্রুত বৃদ্ধির অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারে ভারত বিশ্বে 2 নম্বর স্থানে আছে ৷ স্মার্টফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদানে ভারত শীর্ষ স্থানে রয়েছে ৷"