পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi at ISB Hyderabad : স্টার্টআপ ব্যবসায় ভারত বিশ্বের তিন নম্বরে, দাবি মোদির - স্টার্টআপ ব্যবসায় ভারত বিশ্বের তিন নম্বরে

বৃহস্পতিবার ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস এর 20 তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi at ISB Hyderabad) ৷

PM Modi at ISB
স্টার্টআপ ব্যবসায় ভারত বিশ্বের তিন নম্বরে দাবি মোদির

By

Published : May 26, 2022, 6:36 PM IST

হায়দরাবাদ, 26 মে : বিশ্বে স্মার্টফোন নির্ভর তথ্য আদান-প্রদানে ভারত প্রথম স্থানে রয়েছে ৷ ইন্টারনেট ব্যবহারকারীর দিক দিয়ে দেশ দু'নম্বর ও স্টার্টআপ ব্যবসার দিক দিয়ে তিন নম্বর স্থানে রয়েছে (India has worlds third largest startup ecosystem says PM Modi) ৷ বৃহস্পতিবার হায়দরাবাদে আইএসবি'র (ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস) 20তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এদিন প্রধানমন্ত্রী বলেন, "ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবসার বাজার ৷ ক্রেতার দিক দিয়েও ভারত বিশ্বের তিন নম্বর বাজার ৷ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত সবচেয়ে দ্রুত বৃদ্ধির অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারে ভারত বিশ্বে 2 নম্বর স্থানে আছে ৷ স্মার্টফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদানে ভারত শীর্ষ স্থানে রয়েছে ৷"

আরও পড়ুন : 'পরিবারবাদী দলগুলি গণতন্ত্রের শত্রু', গান্ধি ছেড়ে এবার দক্ষিণের রাও পরিবারকে নিশানা মোদির

আইএসবি এর প্রশংসা করতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, "2001 সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি আইএসবি'র উদ্বোধন করেছিলেন ৷ তারপর থেকে 50 হাজার জন এখান থেকে স্নাতক হয়েছেন ৷ এই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এশিয়ার অন্যতম সেরা বিজনেস স্কুল ৷ "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details