পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-ড্রোন হামলার মতো ঘটনা রোখার প্রযুক্তি ভারতের আছে, দাবি ডিআরডিও-র - ডিআরডিও

জম্মু-ড্রোন হামলার মতো ঘটনা রোখার প্রযুক্তি ভারতের কাছে আছে ৷ এমনটাই দাবি ভারতীয় প্রতিরক্ষা বিষয়ক গবেষণাকেন্দ্র ‘ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও-র ৷ তাদের তৈরি ডি-4 ড্রোন সিস্টেম এই ধরনের হামলা শনাক্ত করে তাকে রুখে দিতে পারে বলে জানিয়েছেন সংস্থার (DRDO) ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেল জিল্লেলামুডি মঞ্জুলা ৷

India has the technology to prevent incidents like Jammu drone attack, claims DRDO
জম্মু ড্রোন হামলার মতো ঘটনা রোখার প্রযুক্তি ভারতের আছে, দাবি ডিআরডিও-র

By

Published : Jul 2, 2021, 2:43 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই :ভারতের কাছে এমন প্রযুক্তি রয়েছে, যা ব্যবহার করে সহজেই ড্রোন হামলাকে চিহ্নিত করা এবং তাকে প্রতিহত করা সম্ভব ৷ ভারতীয় সেনাবাহিনী সেই প্রযুক্তি ব্যবহার করলে আগামী দিনে জম্মু বিমানঘাঁটির মতো ঘটনা আটকানো যাবে ৷ এমনটাই দাবি ভারতীয় প্রতিরক্ষা বিষয়ক গবেষণাকেন্দ্র ‘ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও (Defence Research and Development Laboratory) কর্তৃপক্ষের ৷ সংস্থার (DRDO) ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেল জিল্লেলামুডি মঞ্জুলা এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত রবিবার জম্মু বিমানঘাঁটিতে খুব কম দূরত্ব (close-range attack) থেকেই হামলা চালানো হয় ৷ ড্রোনের মাধ্যমে হওয়া এই ধরনের হামলা ঠেকানো সম্ভব ৷ তার জন্য ডি-4 ড্রোন সিস্টেম (D-4 drone system) ব্যবহার করা যেতে পারে ৷ প্রসঙ্গত, এই ডি-4 ড্রোন সিস্টেম ডিআরডিও-রই নিজস্ব প্রযুক্তি ৷

আরও পড়ুন :জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণ কাণ্ডের অনুসন্ধানে এনআইএ

মঞ্জুলা জানিয়েছেন, ‘‘জম্মুর মতো হামলা ডি-4 ড্রোন সিস্টেমের মাধ্যমে সহজেই চিহ্নিত করা যায় ৷ কারণ, এর রেঞ্জ 4 কিলোমিটারের বেশি ৷ ডি-4 ড্রোন সিস্টেমের লক্ষ্যই হল, এই ধরনের ড্রোনকে খুঁজে বের করা ৷ যা নির্দিষ্ট একটি এলাকায় হামলা চালাতে পারে ৷ ডি-4 ড্রোন সিস্টেমের একাধিক সেন্সর রয়েছে ৷ যা হামলাকারী ড্রোনকে চিহ্নিত করে ৷ একই সঙ্গে, এই ডি-4 ড্রোন সিস্টেমে ড্রোন হামলা প্রতিহত করতে পাল্টা আক্রমণ করারও দু’টি ব্যবস্থা থাকে ৷’’ মঞ্জুলার দেওয়া তথ্য বলছে, ডি-4 ড্রোন সিস্টেম খুব ছোট আকারের হামলাকারী ড্রোনের (micro-drones) কম্য়ান্ড এবং কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করে সেটিকে অকেজো করে দিতে পারে ৷ এর জন্য সরাসরি ড্রোনের কন্ট্রোল সিস্টেমের লিংক জ্য়াম করে দেয় এই ডি-4 ড্রোন সিস্টেম ৷ পরবর্তীতে হামলাকারী ড্রোনের হার্ডওয়্য়ারও নষ্ট করে দেয় ডিআরডিও-র তৈরি এই প্রযুক্তি ৷

আরও পড়ুন :কাশ্মীরি সন্ত্রাসবাদীদের অপ্রচলিত যুদ্ধশৈলীর শক্তি যোগাচ্ছে ড্রোন

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্য়ারেড চলাকালীনও এই ডি-4 ড্রোন সিস্টেমের সাহায্য নেওয়া হয়েছিল ৷ মঞ্জুলা এই প্রসঙ্গে বলেন, ‘‘সাধারণতন্ত্র দিবসে নিরাপত্তার স্বার্থে এই ডি-4 ড্রোন সিস্টেম ব্যবহার করা হয়েছিল ৷ ওই সময়টায় আমরা সর্বক্ষণ এই প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালাতাম ৷ যাতে সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া যায় ৷ কিন্তু তেমন কোনও ঘটনা ঘটেনি ৷’’ উল্লেখ্য, গত রবিবার জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে স্বল্পমাত্রার একটি বিস্ফোরণ হয় ৷ দাবি ছিল, ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে ৷ তাতে দুই জওয়ান আহতও হন ৷ এই ঘটনার পর সেনাপ্রধান এমএম নারাভানে জানান, ইদানীং ড্রোন যেভাবে সহজলভ্য হয়ে উঠেছে, তাতে নিরাপত্তা আরও বেশি করে বিঘ্নিত হচ্ছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details