চণ্ডীগড়, 3 অক্টোবর: কানাডায় বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের ৷ এবার 40 কানাডিয়ান কূটনীতিককে ভারত ছেড়ে দেশে ফিরে যেতে বলল মোদি সরকার । কেন্দ্রের তরফে এই কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য 10 অক্টোবর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে । ভারত সরকার এ পর্যন্ত এই নিয়ে মোট 41 কানাডিয়ান কূটনীতিককে দেশ ছেড়ে কানাডায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে । তাঁদের নিয়ে মোট 62 জন কানাডিয়ান কূটনীতিক ভারতে ছিলেন । তবে 41 জন দেশে ফিরে গেলে 10 অক্টোবরের পরে শুধুমাত্র 21 কানাডিয়ান কূটনীতিক ভারতে রয়ে যাবেন ।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যা এবং ভারতে কানাডিয়ান কূটনীতিকদের সংখ্যা সমান হওয়া উচিত । তাই ভারত সরকার এখন দেশে কূটনীতিকের সংখ্যা সমান রাখতে 40 জন কানাডিয়ান কূটনীতিককে 10 অক্টোবরের মধ্যে দেশ ত্যাগ করতে বলেছে । এর পরে ভারতে কানাডিয়ান কূটনীতিকের মোট সংখ্যা কমে দাঁড়বে 21 ৷ প্রায় একই সংখ্যক ভারতীয় কূটনীতিক কানাডায় রয়েছেন ।