নিউদিল্লি, 21 এপ্রিল: ভারত এখন "ভ্যাকসিন লিডার" থেকে "ভ্যাকসিন বেগার"-এ পরিণত হয়েছ, এ ভাবেই মোদির কড়া সমালোচনা করল কংগ্রেস ৷
ভ্যাকসিন নিয়ে কংগ্রেস রাজনীতি করছে, এই অভিযোগ করেছিল বিজেপি ৷ তারই উত্তরে কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন গত 24 ঘণ্টায় 2.93 লক্ষ কোভিড-19 সংক্রমণের হিসেব তুলে ধরে বলেন, "সরকার রোগীর করোনা ভাইরাস পজিটিভ পরীক্ষা নয়, মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ৷" বরং তিনি উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তাঁর শাসক দলকেই ভ্য়াকসিন নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন ৷ আর করোনার ভয়াবহ অবস্থা সামলানোর পরিবর্তে তিনি প্রচার করে বেড়াচ্ছেন, কটাক্ষ অজয়ের ৷ তাঁর দায়িত্ব থেকে হাত তুলে নিয়েছেন বলে কংগ্রেস নেতা আরও বলেন, "ভারত ভ্যাকসিন লিডার থেকে ভ্যাকসিন বেগার হয়ে গিয়েছে ৷ একটা শক্তিশালী দেশকে মোদি অসহায় করে দিয়েছে ৷ মোদি সরকারের মানুষের জীবনের থেকে লাভ করাটাই আসল কথা ৷'
আরও পড়ুন: জানুয়ারি মাসে 700 শতাংশ বেশি অক্সিজ়েন বিদেশে রফতানি করেছে ভারত