পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় বিজ্ঞানীদের লড়াইকে কুর্নিশ প্রধানমন্ত্রীর - বৈঠক

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈঠকে ভাষণ দিলেন নরেন্দ্র মোদি ৷ বৈঠকে করোনা মোকাবিলায় ভারতীয় বিজ্ঞানীদের লড়াইকে কুর্নিশ করলেন প্রধানমন্ত্রী ৷

india-goals-should-be-in-line-with-the-needs-of-coming-decades-says-pm-modi
ভারতীয় বিজ্ঞানীদের লড়াইকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

By

Published : Jun 4, 2021, 7:23 PM IST

নয়াদিল্লি, 4 জুন : স্থিতিশীল উন্নয়ন এবং দূষণহীন শক্তিসম্পদ সৃষ্টির ক্ষেত্রে ভারত গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে ৷ শুক্রবার এভাবেই ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, আজ যেভাবে ভারত অন্যান্য দেশকে নেতৃত্ব দিচ্ছে, আগামী দশকেও তা জারি থাকবে ৷ এদিন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (Council of Scientific and Industrial Research) একটি বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷

বৈঠকে যোগদানকারী বাকিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ, সফটওয়্য়ার থেকে স্য়াটেলাইট, ভারত পৃথিবীর সব দেশকেই উন্নয়নের পথে নেতৃত্ব দিচ্ছে ৷ বিশ্বের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত ৷ আগামী দশকেও ভারতের জয়যাত্রা বজায় থাকবে ৷’’

এই বৈঠকেই মোদি বলেন, ‘‘অতিমারির বিরুদ্ধে মোকাবিলা করা ভারতের কাছে বিরাট চ্যালেঞ্জ ছিল ৷ কিন্তু অতীতে যখনই কোনও বড় বিপর্যয় এসেছে, বিজ্ঞান তার থেকে মুক্তির পথ দেখিয়েছে ৷’’ মোদির মতে, কঠিন সময়ে সহজ সমাধান বের করাই আসলে বিজ্ঞানের ধর্ম ৷

আরও পড়ুন :চেন্নাইয়ের চিড়িয়াখানায় করোনায় আক্রান্ত ন’টি সিংহ, মৃত্য়ু একটি সিংহীর

করোনা মোকাবিলাতেও ভারতের বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘বিজ্ঞান ও বিজ্ঞানীদের সৌজন্য়েই ভারতে রেকর্ড টাইমে করোনার টিকা আবিষ্কার এবং ভারতবাসীর টিকাকরণ সম্ভব হয়েছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details