নয়াদিল্লি, 4 জুন : স্থিতিশীল উন্নয়ন এবং দূষণহীন শক্তিসম্পদ সৃষ্টির ক্ষেত্রে ভারত গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে ৷ শুক্রবার এভাবেই ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, আজ যেভাবে ভারত অন্যান্য দেশকে নেতৃত্ব দিচ্ছে, আগামী দশকেও তা জারি থাকবে ৷ এদিন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (Council of Scientific and Industrial Research) একটি বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷
বৈঠকে যোগদানকারী বাকিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ, সফটওয়্য়ার থেকে স্য়াটেলাইট, ভারত পৃথিবীর সব দেশকেই উন্নয়নের পথে নেতৃত্ব দিচ্ছে ৷ বিশ্বের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত ৷ আগামী দশকেও ভারতের জয়যাত্রা বজায় থাকবে ৷’’