নয়াদিল্লি, 10 অক্টোবর: দেশের নাগরিক ও সংস্থাগুলির স্যুইস ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যের চতুর্থ সেট এসে পৌঁছল ভারতের কাছে (India gets 4th set of Swiss bank account details)৷ বার্ষিক স্বয়ংচালিত তথ্যের আদানপ্রদানের প্রক্রিয়ায় স্যুইৎজারল্যান্ড 101 দেশের প্রায় 34 লক্ষ আর্থিক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করেছে (Swiss Bank Account Details)৷
কর্মকর্তারা বলেছেন যে, ভারতের সঙ্গে যে নয়া বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে, তাতে আছে "শত শত আর্থিক অ্যাকাউন্ট"৷ সেগুলির মধ্যে কিছু ব্যক্তি, কর্পোরেট এবং ট্রাস্টের সঙ্গে যুক্ত একাধিক অ্যাকাউন্টেরও তথ্য দেওয়া হয়েছে ৷
তথ্য আদান-প্রদানের গোপনীয়তার ধারা ও পরবর্তী তদন্তে এর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে তারা সুনির্দিষ্টভাবে কিছু প্রকাশ করেনি ৷ তবে এই তথ্য সন্দেহভাজন কর ফাঁকি, অর্থ পাচার এবং নাশকতা-সহ অন্যান্য ভুল কাজের তদন্তে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে ।