পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Centre clears new Covid Vaccines-Drugs: একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ - কোভোভ্যাক্স

কর্বেভ্যাক্স টিকা (Corbevax), কোভোভ্যাক্স টিকা (Covovax) ও অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভির - একই দিনে কোভিডের (centre clears new covid Vaccines-drugs) সঙ্গে লড়ার এই তিন হাতিয়ার ব্যবহারে সম্মতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare)৷

india-gets-2-more-covid-vaccines-covovax-and-corbevax-1-anti-viral-drug-molnupiravir-health-ministry-informs
একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ

By

Published : Dec 28, 2021, 12:00 PM IST

Updated : Dec 28, 2021, 1:18 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: আরও দুটি কোভিড টিকা পেল দেশ ৷ মিলল একটি অ্যান্টি ভাইরাল ওষুধও (centre clears new covid Vaccines-drugs) ৷ বিশেষজ্ঞ কমিটি জরুরি ভিত্তিতে সাবালকদের উপর প্রয়োগের জন্য যে দু‘টি টিকা ও ওষুধের প্রস্তাব করেছিল, একইদিনে তাতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার (Ministry of Health and Family Welfare) ৷ আজ টুইটে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷

টুইটে স্বাস্থ্যমন্ত্রী জানান, "অভিনন্দন ভারত ৷ কোভিড 19-এর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একই দিনে তিনটি সম্মতি দিয়েছে - কর্বেভ্যাক্স (CORBEVAX) টিকায়, কোভোভ্যাক্স (COVOVAX) টিকায় এবং অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরে (anti-viral drug Molnupiravir)৷ জরুরি পরিস্থিতিতে সীমাবদ্ধ রূপে ব্যবহারের জন্য ৷"

আরও পড়ুন:Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ 6 হাজারে, ওমিক্রন বেড়ে 653

মাণ্ডব্য টুইটে এও জানান যে, কর্বেভ্যাক্সই দেশে তৈরি প্রথম আরবিডি প্রোটিন সাব-ইউনিট কোভিড টিকা ৷ এটি তৈরি হয়েছে হায়দরাবাদের বায়োলজিক্যাল-ই ফার্মে ৷ তাঁর কথায়, "এটা হ্যাটট্রিক ৷ এই নিয়ে তৃতীয় টিকা তৈরি হল ভারতে ৷" ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও সেরম ইনস্টিটিউটের কোভিশিল্ডের পর কর্বেভ্যাক্স ৷ অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভির ভারতে তৈরি করছে 13টি কোম্পানি ৷ যে সাবালক কোভিড রোগী ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন, তাঁদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্রয়োগ করা হবে এই ওষুধ ৷ সবমিলিয়ে 8টি কোভিড টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র ৷ সেগুলি হল, কোভিশিল্ড, কোভ্যাকসিন, জাইকভ-ডি, স্পুটনিক ভি, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কর্বেভ্যাক্স ও কোভোভ্যাক্স ৷

আরও পড়ুন :Sourav Ganguly Covid positive : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মহারাজ

সেরম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্স ও বায়োলজিক্যাল ই-এর তৈরি কর্বেভ্যাক্স এবং অ্যান্টি ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি (SEC)৷ একই দিনে এই তিনটিতেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র ৷ দেশের ফার্মা ইন্ডাস্ট্রি গোটা বিশ্বের সম্পদ বলে দাবি করে মাণ্ডব্য এদিন বলেছেন, এই নয়া পদক্ষেপে গোটা বিশ্বের অতিমারির বিরুদ্ধে লড়াই আরও জোরদার হল ৷

আরও পড়ুন:Omicron Scare : ওমিক্রন ঠেকাতে রাজ্যগুলিকে বিধিনিষেধ বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Last Updated : Dec 28, 2021, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details