বালাসোর, 8 জুন: নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'অগ্নি প্রাইম' পরীক্ষায় সফল হয়েছে ৷ ওড়িশা উপকূলের একটি দ্বীপ থেকে সফলভাবে এর ফ্লাইট-টেস্ট করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আধিকারিকরা ৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ডা. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে 7 জুন অর্থাৎ বুধবার সন্ধে সাড়ে সাতটায় পরীক্ষামূলক ভাবে এটি প্রয়োগ করে ৷ এর ফলে সমস্ত উদ্দেশ্য সফলভাবে পূরণ হয়েছে বলে জানানো হয়েছে ৷ এর ফলে এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার দিকে আরও এক ধাপ এগোল ৷ এই হাতিয়ার পেলে নিঃসন্দেহে শক্তি আরও বাড়বে ভারতীয় বাহিনীর ৷
ক্ষেপণাস্ত্রের তিনটি সফল উন্নয়নমূলক পরীক্ষা আগেই সম্পন্ন হয়েছিল ৷ তবে ইনডাকশন আগে এই পরীক্ষাতেই প্রথম রাতে ছোড়া হল অগ্নি প্রাইম ৷ এভাবেই সিস্টেমের নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা যাচাই করা হয়েছে ।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, রাডার, টেলিমেট্রি এবং ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মতো রেঞ্জ ইন্সট্রুমেন্টেশন দুটি ডাউন-রেঞ্জের জাহাজ-সহ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছিল ৷ পুরো গতিপথকে কভার করে ফ্লাইট ডেটা সংগ্রহ করার জন্য এটি করা হয় বলে আধিকারিকরা জানিয়েছেন ৷