কানপুর, 18 অগস্ট:অস্ত্র শৌখিনদের জন্য সুখবর নিয়ে এল কানপুর অস্ত্র কারখানা। দেশের প্রথম এমআইএম প্রযুক্তি 0.32 সাইড সুইং রিভলভার 'প্রবাল' এল বাজারে ৷ নতুন প্রযুক্তির এই রিভলভার দেখতে যেমন সুন্দর তেমনই 675 গ্রাম ওজনের এই রিভলভারটি একবারে ছয় রাউন্ড ফায়ার করা যাবে বলে জানা গিয়েছে। কিন্তু, রিভলভারের ব্যারেল ও সিলিন্ডারে এর কোনও প্রভাবই পড়বে না।
প্রবাল রিভলভারের দাম:জানা গিয়েছে, সাধারণ মানুষের জন্য 'প্রবাল' রিভলভারের দাম জিএসটি-সহ এক লক্ষ 40 হাজার 800 টাকা ধার্য করা হয়েছে ৷ অন্যদিকে, ডিলারের জন্য এর দাম 28 শতাংশ জিএসটি-সহ এক লক্ষ 26 হাজার 720 টাকা করা হয়েছে। শুক্রবার কানপুরের অস্ত্র কারখানার জিএম রাজীব শর্মা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাইড সুইং ভিত্তিক রিভলভারের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখে এক বছরের মধ্যে এই রিভলভার তৈরি করা হয়েছে।
অন্যান্য রিভলভারের সঙ্গে 'প্রবাল'-এর তফাৎ: রাজীব শর্মা জানান, বর্তমানে ডিলারদের ক্ষেত্রে প্রথম আসার ভিত্তিতে আগে পাবেন এই হিসাবে দেওয়া হচ্ছে। তিনি বলেন, "আমরা আশা করছি এক বছরের মধ্যে 50 হাজার রিভলভার তৈরি করতে পারব।" অন্যদিকে, স্বদেশী গান হাউসের মালিক অজয় নিগম বলেন, "এই ধরনের প্রথম রিভলভার যা 0.32 বোরের সাইড ওপেন ৷ এটি বাজারে কোল্ট এবং অন্যান্য রিভলভারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।"