নয়াদিল্লি, 17 জুন:সৌরশক্তিতে (Solar Energy) শ্রীলঙ্কাকে স্বয়ম্ভর করতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত ৷ দ্বীপরাষ্ট্রের সৌরশক্তি ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের জন্য তাঁদের লাইন অফ ক্রেডিটে 100 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে দিল্লি ৷ ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য 738 কোটি টাকা ৷ 2030 সালের মধ্যে শ্রীলঙ্কায় শক্তিক্ষেত্রে চাহিদার 70 শতাংশই যাতে পুনর্ব্যবহারযোগ্য শক্তি দ্বারা মেটানো যায়, সেই লক্ষ্যেই প্রতিবেশী রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ভারত ৷
আগে জেনে নেব, লাইন অফ ক্রেডিট কী ! এটা এক ধরনের ঋণ ৷ কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান কোনও সরকারকে ব্যবসাগত বা ব্যক্তিগত প্রয়োজনে এই ঋণ দিতে পারে ৷ এই ঋণ একটা তহবিলের উৎস, যা ঋণগ্রহীতার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই নেওয়া যায় ৷ লাইন অফ ক্রেডিট জামানত দ্বারা সুরক্ষিত করা যেতে পারে আবার অসুরক্ষিতও থাকতে পারে ৷
আরও পড়ুন:আমেরিকায় প্রায় 25% রোগীই দীর্ঘ কোভিড উপসর্গে ভুগছেন, কী সমস্যা হচ্ছে তাঁদের ?
এ বার মূল ঘটনায় আসা যাক ৷ বুধবার এই নিয়ে একটি চুক্তি (India Sri Lanka Agreement) স্বাক্ষর করেছে ভারত ও শ্রীলঙ্কা ৷ শ্রীলঙ্কা সরকার ও ভারতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে ৷ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের উপস্থিতিতে সেই চুক্তি হয় শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশনার গোপাল বাগলায় ও কোষাধ্যক্ষের সচিব এসআর আট্টিগেলের মধ্যে ৷ শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশনার টুইটে জানিয়েছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্য়ে বহুমুখী পার্টনারশিপের ক্ষেত্রে একটি গৌরবময় নয়া অধ্যায়ের সূচনা হল ৷ সৌরশক্তির প্রকল্পের জন্য সম্মানীয় রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের উপস্থিতিতে শ্রীলঙ্কাকে লাইন অফ ক্রেডিটে 100 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার চুক্তি হয়েছে ৷