নয়াদিল্লি, 21 এপ্রিল : গত বছরের তুলনায় 2021’র জানুয়ারি মাসে ভারত থেকে 700 শতাংশ বেশি অক্সিজ়েন বিদেশে রফতানি করা হয়েছে ৷ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী এমনটাই জানা গিয়েছে ৷ যেখানে 2020 সালের এপ্রিল মাস থেকে জানুয়ারি 2021 সাল পর্যন্ত মোট 9 হাজার মেট্রিক টন অক্সিজ়েন বিদেশে পাঠানো হয়েছে ৷ দেশে অক্সিজ়েনের ব্যাপক আকালের মধ্যে অক্সিজ়েন রফতানির এই পরিসংখ্যান চোখ কপালে তুলেছে চিকিৎসকমহলের ৷
করোনা পরিস্থিতিতে দেশে অক্সিজ়েনের ঘাটতি চরমে ৷ অক্সিজ়েন না পেয়ে বহু রোগী মারা যাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে এবার চমকে দেওয়া তথ্য সামনে এসেছে ৷ গত বছর জানুয়ারি মাসে ভারত থেকে যে পরিমাণ অক্সিজ়েন বিদেশে গেছে, তার থেকে 700 শতাংশ বেশি অক্সিজ়েন 2021-র জানুয়ারি মাসে বিদেশে রফতানি করা হয়েছে ৷ 2020 অর্থবর্ষে ভারত থেকে মাত্র 4 হাজার 500 মেট্রিক টন অক্সিজ়েন রফতানি হয়েছিল বিদেশে ৷ কিন্তু, তারপর থেকে গত কয়েক মাসে সেই সংখ্যাটা দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে ৷ জানা গিয়েছে, গত বছর জানুয়ারি মাসে ভারত মাত্র 308 মেট্রিক টন অক্সিজ়েন বিদেশের বাজারে বিক্রি করেছে ৷ সেখানে এক বছর পর 2021 সালের জানুয়ারিতে অক্সিজ়েন বিক্রির হার 734 শতাংশ বেড়েছে ৷