নয়াদিল্লি, 31 মে :গত চার দশকের নিরিখে নয়া রেকর্ড গড়েছে ভারতের অর্থনীতি ৷ 2020-21 আর্থিক বছরে দেশের বৃদ্ধির গতি ছিল নিম্নগামী ৷ এই অর্থবর্ষে 7.3 শতাংশ নেতিবাচক বৃদ্ধির (negative growth) সাক্ষী থাকতে হয়েছে দেশকে ৷ যদিও শেষ তিন মাসে কিছুটা হলেও ছন্দে ফেরার চেষ্টা করেছে ভারতের অর্থনীতি ৷ খুব সামান্য় হলেও (1.6 শতাংশ) বেড়েছে বৃদ্ধির হার ৷
সোমবার জাতীয় সংখ্যাতত্ত্ব কার্যালয় (NSO)-এর তরফে গড় জাতীয় উৎপাদনের (GDP) পরিমাণ প্রকাশ করা হয় ৷ তাতে দেখা যাচ্ছে, গত বছর কেন্দ্রীয় সরকার দেশব্য়াপী আনলক প্রক্রিয়া শুরু করার পরই একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারতের অর্থনীতি ৷ এই প্রক্রিয়া শুরু হয় 2020 সালে জুলাই মাস থেকে ৷ তার আগে 2020 সালের মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত করোনার কারণে গোটা দেশকে তালাবন্দি থাকতে হয়েছে ৷ যার সরাসরি প্রভাব পড়েছে অর্থনীতিতে ৷ কাজকর্ম থমকে যাওয়ায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বৃদ্ধির হারও ৷