ওয়াশিংটন, 8 অক্টোবর : 2021-22 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার থাকবে 8.3 শতাংশ ৷ তাদের সর্বশেষ রিপোর্টে এমনটাই দাবি করেছে বিশ্ব ব্যাঙ্ক (World Bank) ৷ তাদের তরফে জানানো হয়েছে, ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে ৷ বেসরকারি বিনিয়োগ বাড়ায় এবং উৎপাদন ক্ষেত্র চাঙ্গা হওয়াতেই ক্রমশ ছন্দে ফিরছে দেশের অর্থনীতি ৷ তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে 2021-22 অর্থবর্ষের সম্ভাব্য বৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা 8.3 শতাংশের থেকেও বেশি ছিল ৷
আরও পড়ুন :Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার
দক্ষিণ এশিয়ায় বিশ্ব ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার (Hans Timmer) এই প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় প্রথম দফার ক্ষতি মোকাবিলা করার প্রক্রিয়া সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় ৷ এমনকী, বেশ কয়েকটি ক্ষেত্রে বৃদ্ধির হার দ্রুত গতিতে নামতে থাকে ৷ হ্যান্স মনে করেন, ‘‘করোনাকালে গত বছরের বিপর্যয়ের পর 8.3 শতাংশ বৃদ্ধির হার আপাতদৃষ্টিতে খুব বড় সাফল্য বলে মনে নাও হতে পারে ৷ কিন্তু আমার মনে হয়, এই প্রবণতা যথেষ্ট ইতিবাচক ৷ মারাত্মক দ্বিতীয় ঢেউ এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিপর্যয়ের পর বৃদ্ধির এই হার যথেষ্ট ভাল ৷’’