নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : আজ এক নবতম ও অসাধারণ অধ্যায়ে প্রবেশ করল দেশ ৷ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের (Ayushman Bharat Digital Mission) উদ্বোধন করে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এই অভিযান দেশের স্বাস্থ্য পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে দাবি করেন তিনি ৷
আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ভার্চুয়াল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, "আজ খুবই গুরুত্বপূর্ণ দিন ৷ গত 7 বছর ধরে দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করার যে প্রচেষ্টা চলছে, আজ তা নতুন এক অধ্যায়ে প্রবেশ করল ৷ এটা কোনও সাধারণ অধ্যায় নয় ৷ এটা একটা অসাধারণ অধ্যায়ের সূচনা ৷ 3 বছর আগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন হয়েছিল ৷ আর আজ দেশজুড়ে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের যাত্রা শুরু হওয়ায় আমি খুশি ৷" মোদির কথায়, "দুঃস্থ ও মধ্যবিত্তের চিকিৎসা সংক্রান্ত সমস্যা দূর করতে বিরাট ভূমিকা নেবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ৷ প্রযুক্তির মাধ্যমে সারা দেশে হাসতাপাল ও রোগীদের মধ্যে সংযোগ স্থাপন করবে এবং আরও মজবুত প্রযুক্তিগত প্ল্যাটফর্মের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হবে ৷"
আরও পড়ুন:Bharat Bandh : পথচারীকে কষিয়ে চড় সিপিআইএম নেতার, দুর্গাপুরে বনধ ঘিরে হইচই