দিল্লি, 6 নভেম্বর : দেশে অনেকটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 47 হাজার 638 জন ৷ গতকাল সেই সংখ্য়াটা ছিল 50 হাজার 209 জন।
দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 84 লাখ 11 হাজার 724 ৷ সক্রিয় আক্রান্ত 5 লাখ 20 হাজার 773 ৷ এদিকে কমেছে দৈনিক মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 670 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 704 ৷ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 24 হাজার 985 ৷
একদিনে আক্রান্তের তুলনায় বেড়েছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় 54 হাজার 157 জন সুস্থ হয়ে উঠেছে ৷ মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল 77 লাখ 65 হাজার 966 ৷
তবে দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 3 হাজার 444 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 15 লাখ 51 হাজার 282 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 38 হাজার 929 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 35 হাজার 953 ৷
24 ঘণ্টায় মোট 12 লাখ 20 হাজার 711 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।