নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর:এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে হাজিরা দিতে যাওয়ায় বুধবার নয়াদিল্লিতে 'ইন্ডিয়া' জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়ালেন 'ইন্ডিয়া' জোটের নেতারা ৷ এদিন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকের পর 'ইন্ডিয়া'-র কো-অর্ডিনেশন কমিটির তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম অনুচ্ছেদেই অভিষেকের নাম উল্লেখ করা হয়েছে ও ইডি'র তলবের বিষয়টিকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলে উল্লেখ করা হয়েছে ৷ বিবৃতিতে এদিন বৈঠকে যোগ দেওয়া 12 জন সদস্যেরই নাম রয়েছে ৷ 14 জনের এই কমিটিতে সিপিএম এখনও কোনও প্রতিনিধির নাম দেয়নি ৷
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিরোধী 'ইন্ডিয়া' জোটের প্রথম জনসভা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভোটমুখী মধ্যপ্রদেশের ভোপালে ৷ বুধবার নয়াদিল্লিতে 'ইন্ডিয়া' জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যত দ্রুত সম্ভব আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করা হবে ৷ এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জোট মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি ও জাতি গণনার মতো বিষয়গুলি নিয়ে প্রচারে নামবে ৷