পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INDIA Bloc Meeting: অভিষেকের পাশে 'ইন্ডিয়া', বিবৃতিতে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির উল্লেখ

বুধবার নয়াদিল্লিতে বসেছিল 'ইন্ডিয়া' জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে ৷ এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ইডি-র তলবের নিন্দা করা হয় ৷

ETV Bharat
অভিষেকের পাশে বিরোধী জোট

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 9:02 PM IST

Updated : Sep 13, 2023, 11:03 PM IST

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর:এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে হাজিরা দিতে যাওয়ায় বুধবার নয়াদিল্লিতে 'ইন্ডিয়া' জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়ালেন 'ইন্ডিয়া' জোটের নেতারা ৷ এদিন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকের পর 'ইন্ডিয়া'-র কো-অর্ডিনেশন কমিটির তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম অনুচ্ছেদেই অভিষেকের নাম উল্লেখ করা হয়েছে ও ইডি'র তলবের বিষয়টিকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলে উল্লেখ করা হয়েছে ৷ বিবৃতিতে এদিন বৈঠকে যোগ দেওয়া 12 জন সদস্যেরই নাম রয়েছে ৷ 14 জনের এই কমিটিতে সিপিএম এখনও কোনও প্রতিনিধির নাম দেয়নি ৷

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিরোধী 'ইন্ডিয়া' জোটের প্রথম জনসভা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভোটমুখী মধ্যপ্রদেশের ভোপালে ৷ বুধবার নয়াদিল্লিতে 'ইন্ডিয়া' জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যত দ্রুত সম্ভব আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করা হবে ৷ এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জোট মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি ও জাতি গণনার মতো বিষয়গুলি নিয়ে প্রচারে নামবে ৷

আরও পড়ুন:মায়াবতীর ভোট কাটতে 2024-এ উত্তরপ্রদেশে খাড়গেকে প্রার্থী করতে পারে কংগ্রেস

এদিনের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেনুগোপাল অভিষেককে তলবের বিষয়টিকে প্রতিহিংসামূলক রাজনীতি বলে উল্লেখ করেন ৷ তিনি আরও জানান, কমিটি সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে জোটের তরফে জনসভা করা হবে ৷ এদিন কেসি বেনুগোপাল আরও জানিয়েছেন, কোন কোন সাংবাদিকের অনুষ্ঠানে জোটের কোনও নেতাই যোগ দেবেন না, সেই তালিকা মিডিয়া সংক্রান্ত সাব গ্রুপ ঠিক করবে ৷ বিজেপি বিরোধী 28টি দলকে নিয়ে তৈরি হয়েছে 'ইন্ডিয়া' জোট ৷ 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে এই দলগুলি ৷

Last Updated : Sep 13, 2023, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details