নয়াদিল্লি, 25 জুলাই: মণিপুর ইস্যুতে উত্তপ্ত সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধী জোট 'ইন্ডিয়া' লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে । মঙ্গলবার সকাল এগারোটায় লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন শুরু হয় ৷ তবে আরম্ভেই লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত এবং রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ৷
এদিনও বিরোধীরা মণিপুর হিংসা নিয়ে আলোচনার দাবি জানায় ৷ উত্তাল হয়ে ওঠে বাদল অধিবেশন ৷ অধ্যক্ষ ওম বিড়লা সবাইকে স্লোগান দেওয়া বন্ধ করা এবং আসনে ফিরে যাওয়ার আর্জি জানান ৷ তাতে কোনও সমাধান না-হওয়ায় লোকসভা অধিবেশন মুলতুবি করা হয় ৷
সোমবারও একই পরিস্থিতি ছিল ৷ রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে ৷ সংসদের দুই কক্ষেই মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন বিরোধী দল ৷ লোকসভা ও রাজ্যসভা- দুই কক্ষই উত্তপ্ত হয়ে ওঠে ৷ সদ্য গঠিত বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা সকাল থেকে সংসদের মহাত্মা গান্ধির মূর্তির সামনে ধরনায় বসেন ৷ রাতভর সেই ধরনা চলে ৷