পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Parliament Monsoon Session: লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত 'ইন্ডিয়া' জোটের - India coalition to submit no confidence motion

No-confidence motion against government in Lok Sabha: মণিপুর ইস্যুতে কঠিন পদক্ষেপ করতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট ৷ লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে পারে তারা ৷

Parliament Monsoon Session
সংসদের বাদল অধিবেশন

By

Published : Jul 25, 2023, 11:53 AM IST

Updated : Jul 25, 2023, 3:11 PM IST

নয়াদিল্লি, 25 জুলাই: মণিপুর ইস্যুতে উত্তপ্ত সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধী জোট 'ইন্ডিয়া' লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে । মঙ্গলবার সকাল এগারোটায় লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন শুরু হয় ৷ তবে আরম্ভেই লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত এবং রাজ্যসভা দুপুর 12টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ৷

এদিনও বিরোধীরা মণিপুর হিংসা নিয়ে আলোচনার দাবি জানায় ৷ উত্তাল হয়ে ওঠে বাদল অধিবেশন ৷ অধ্যক্ষ ওম বিড়লা সবাইকে স্লোগান দেওয়া বন্ধ করা এবং আসনে ফিরে যাওয়ার আর্জি জানান ৷ তাতে কোনও সমাধান না-হওয়ায় লোকসভা অধিবেশন মুলতুবি করা হয় ৷

সোমবারও একই পরিস্থিতি ছিল ৷ রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে ৷ সংসদের দুই কক্ষেই মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন বিরোধী দল ৷ লোকসভা ও রাজ্যসভা- দুই কক্ষই উত্তপ্ত হয়ে ওঠে ৷ সদ্য গঠিত বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা সকাল থেকে সংসদের মহাত্মা গান্ধির মূর্তির সামনে ধরনায় বসেন ৷ রাতভর সেই ধরনা চলে ৷

আজ সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বিরোধী শিবিরের বৈঠক হয় ৷ এ নিয়ে অশীতিপর কংগ্রেস নেতা টুইট করে লেখেন, "83 দিন ধরে মণিপুরে লাগাতার হিংসার ঘটনা ঘটে চলেছে ৷ এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে তাঁর বিবৃতি দিতে হবে ৷"

আরও পড়ুন: 'মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত', অমিত শাহের কথাতেও ভিজল না চিঁড়ে

তিনি আরও জানান, অশান্ত মণিপুর নিয়ে ইন্ডিয়া জোট মোদি সরকারের কাছ থেকে জবাব চায় ৷ উত্তরপূর্বের এই রাজ্যটি এখন চরম সংকটে ৷ অন্য সব রাজ্যগুলির উপরেও এর প্রভাব পড়ছে ৷ সীমান্তবর্তী রাজ্যগুলির তা মোটেও ভালো হয় ৷ তাঁর প্রশ্ন, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বলুন, সরকার এই অবস্থায় কী করছে ? কখন স্বাভাবিক হবে মণিপুর ? এর মধ্যেই আজ সকালে সংসদীয় বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Last Updated : Jul 25, 2023, 3:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details