নয়াদিল্লি, 9 ডিসেম্বর: চলতি অর্থবছরে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ (India-China Trade Deficit) 51.5 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ৷ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Union Commerce and Industry Minister Piyush Goyal) শুক্রবার রাজ্যসভায় একথা জানিয়েছেন ।
কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, 2021-22 সালে ঘাটতির পরিমাণ 73.31 বিলিয়ন মার্কিন ডলার ৷ যা 2020-21 সালে ছিল 44.03 বিলিয়ন মার্কিন ডলার ৷ চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে চিন (China) থেকে আমদানির পরিমাণ 60.27 বিলিয়ন মার্কিন ডলার ৷ সেখানে রফতানির পরিমাণ 8.77 বিলিয়ন মার্কিন ডলার ।
গোয়েল বলেন, "2004-05 সালে চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল 1.48 বিলিয়ন মার্কিন ডলার ৷ যা 2013-14 সালে বেড়ে হয় 36.21 বিলিয়ন মার্কিন ডলার ৷ বৃদ্ধির পরিমাণ 2346 শতাংশ ৷ এই ব্যাপক বৃদ্ধির বিপরীতে চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি 100 শতাংশ বেড়েছে । 2021-22 সালে এর পরিমাণ 73.31 বিলিয়ন মার্কিন ডলার ৷"
তিনি আরও জানান যে ভারত (India) থেকে চিনে পণ্য রফতানির (Exports to China) পরিমাণ 2014-15 সালে 11.93 বিলিয়ন মার্কিন ডলার ছিল ৷ সেখান থেকে 2021-22 সালে, তা বেড়ে হয়েছে 21.26 বিলিয়ন মার্কিন ডলার ৷ গত ছয় বছরে 78.2 শতাংশ বৃদ্ধি পেয়েছে ।