বেজিং, 17 ফেব্রুয়ারি : লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে প্যাংগং লেক এলাকা থেকে ভারত ও চিন দুই দেশই তাঁদের বাহিনী সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে ৷ আর অতি কষ্টে আসা এই জয়কে দুই প্রতিবেশী দেশেরই উদযাপন করা উচিত, এমনটাই জানাল চিনের প্রতিরক্ষা মন্ত্রক ৷ গত বছর মে মাস থেকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দুই দেশের সেনা মুখোমুখি অবস্থান করছিল ৷ যাকে কেন্দ্র করে ভারত ও চিনের সেনার মধ্যে হাতাহাতিও হয় ৷ যে ঘটনায় 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ তারপর থেকে লাগাতার ভারত ও চিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছিল ৷ যা এবছর ফেব্রুয়ারি মাসে গিয়ে কার্যকর করা গিয়েছে ৷
আজ চিনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘চিন এবং ভারতের সীমান্তবাহিনীকে সফলভাবে প্যাংগং লেক এড়িয়া থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ তার ফলে সেখানে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ দুই দেশেরই এই কষ্ট করে জেতা সাফল্যকে উদযাপন করা উচিত ৷’’ শুধু তাই নয়, ভবিষ্যতেও দুই দেশ নিজেদের মধ্য়ে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে চিনের প্রতিরক্ষা মন্ত্রক ৷