পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India-China talks focused on disengagement: ভারত-চিনের 13 ঘণ্টার বৈঠকে হট স্প্রিংয়ে সেনা সরানোয় জোর

প্রায় 13 ঘণ্টা ধরে চলল ভারত ও চিনের সেনা (India China talks) স্তরের চতুর্দশ দফার বৈঠক (14th round of military talks) ৷ বিতর্কিত পয়েন্টগুলি থেকে সেনা সরানোর (India-China talks focused on disengagement) বিষয়ে জোর দেওয়া হয়েছে এই বৈঠকে ৷

india-china-military-talks focus on disengagement at Hot Spring
ভারত-চিনের 13 ঘণ্টার বৈঠকে হট স্প্রিঙের সেনা সরানোয় জোর

By

Published : Jan 13, 2022, 11:40 AM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি:দ্বিপাক্ষিক দ্বন্দ্ব কাটানোর চেষ্টায় ভারত ও চিন (India China talks)৷ পূর্ব লাদাখের যে পয়েন্টগুলি নিয়ে এখনও টানাপোড়েন রয়েছে, তা মেটাতে সেনা স্তরে 14 দফার বৈঠক সারল দু‘দেশ ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন চিনা এলাকা চুশুল-মল্ডো (Chushul Moldo) পয়েন্টে প্রায় 13 ঘণ্টার সেই বৈঠকে জোর দেওয়া হয়েছে হট স্প্রিং (Hot Springs India China) অর্থাৎ 15 নং প্যাট্রলিং পয়েন্ট থেকে সেনা সরানোর উপর (India-China talks focused on disengagement) ৷

সূত্রের খবরে জানা গিয়েছে, বুধবার রাত 10.30টা পর্যন্ত চলে ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক (Indian army talks with China) ৷ লেহ-র 14 কর্পসের সদ্য নিযুক্ত কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত (Lt Gen Anindya Sengupta) এই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেন ৷ উল্টোদিকে দক্ষিণ শিনঝিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের প্রধান মেজর জেনারেল ইয়াং লিন বৈঠকে নেতৃত্ব দেন চিনা প্রতিনিধিদের ৷ সীমান্তের যে সব পয়েন্ট নিয়ে দু‘দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, সেখান থেকে যত দ্রুত সম্ভব সেনা সরানোর (disengagement at Hot Spring) জন্য সওয়াল করে ভারতীয় বাহিনী ৷

আরও পড়ুন:China bridge construction : প্যাংগং লেকে নিজের সীমার মধ্যে সেতু তৈরি করছে চিন

গত 10 অক্টোবর দু‘পক্ষের ত্রয়োদশ দফার বৈঠকে কোনও সমাধানসূত্র বেরোয়নি ৷ বৈঠকের পর ভারতের তরফে জানানো হয়েছিল, আলোচনায় দু‘পক্ষই কোনও দিশা খুঁজে পায়নি ৷ গঠনমূলক পরামর্শ দেওয়া হলেও চিন তাতে রাজি হয়নি এবং সঠিক কোনও প্রস্তাবও দিতে পারেনি ৷ এরপরে পূর্ব লাদাখের প্যাংগং লেক সংলগ্ন এলাকায় সেতু নির্মাণের জন্য চিনের বিরদ্ধে তোপ দেগেছে ভারত ৷ দিল্লি জানায়, এটি এমন একটি এলাকা যেটি প্রায় 60 বছর ধরে বেআইনি ভাবে ওই দেশের দখলে রয়েছে ৷ অরুণাচলপ্রদেশের কয়েকটি জায়গার নতুন করে নামকরণ করাতেও চিনকে একহাত নিয়েছিল ভারত ৷

আরও পড়ুন :Indo China conflict: চিনকে পাল্টা দিতে সীমান্তে সড়ক-সেতু নির্মাণে মনোযোগী বিআরও

এই তপ্ত আবহে 18 নভেম্বর ভার্চুয়াল বৈঠকে দু দেশ 14 দফার সেনা বৈঠকে বসতে সম্মত হয় ৷ প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীর থেকে গত বছরই সেনা সরানোর প্রক্রিয়া শেষ করেছে ভারত ও চিন ৷ তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন সংবেদনশীল এলাকায় এখনও দু‘দেশের 50,000 থেকে 60,000 সেনার অবস্থান চিন্তায় রেখেছে প্রতিবেশী দুই দেশের মানুষকে ৷

ABOUT THE AUTHOR

...view details