নয়াদিল্লি, 13 জানুয়ারি:দ্বিপাক্ষিক দ্বন্দ্ব কাটানোর চেষ্টায় ভারত ও চিন (India China talks)৷ পূর্ব লাদাখের যে পয়েন্টগুলি নিয়ে এখনও টানাপোড়েন রয়েছে, তা মেটাতে সেনা স্তরে 14 দফার বৈঠক সারল দু‘দেশ ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন চিনা এলাকা চুশুল-মল্ডো (Chushul Moldo) পয়েন্টে প্রায় 13 ঘণ্টার সেই বৈঠকে জোর দেওয়া হয়েছে হট স্প্রিং (Hot Springs India China) অর্থাৎ 15 নং প্যাট্রলিং পয়েন্ট থেকে সেনা সরানোর উপর (India-China talks focused on disengagement) ৷
সূত্রের খবরে জানা গিয়েছে, বুধবার রাত 10.30টা পর্যন্ত চলে ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক (Indian army talks with China) ৷ লেহ-র 14 কর্পসের সদ্য নিযুক্ত কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত (Lt Gen Anindya Sengupta) এই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেন ৷ উল্টোদিকে দক্ষিণ শিনঝিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের প্রধান মেজর জেনারেল ইয়াং লিন বৈঠকে নেতৃত্ব দেন চিনা প্রতিনিধিদের ৷ সীমান্তের যে সব পয়েন্ট নিয়ে দু‘দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, সেখান থেকে যত দ্রুত সম্ভব সেনা সরানোর (disengagement at Hot Spring) জন্য সওয়াল করে ভারতীয় বাহিনী ৷
আরও পড়ুন:China bridge construction : প্যাংগং লেকে নিজের সীমার মধ্যে সেতু তৈরি করছে চিন