সিঙ্গাপুর, 19 নভেম্বর :ভারত আর চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা খারাপ সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে ৷ আর তার জন্য বেজিংই দায়ী ৷ সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ৷ শুক্রবার এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভারত ও চিনের মধ্যে যে সমস্ত চুক্তি স্বাক্ষর করা হয়েছে, সেগুলি অগ্রাহ্য করছে চিন ৷ যার ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে ৷ কিন্তু, চিন কেন এমনটা করছে, তার কোনও সদুত্তর এখনও পর্যন্ত দেয়নি তারা ৷’’
আরও পড়ুন :China Land Border Law : নতুন আইন সীমান্ত চুক্তি লঙ্ঘন করবে না, জানাল চিন
উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এদিন সেদেশের অর্থমন্ত্রী লরেন্স উওংয়ের সঙ্গে দেখা করেন তিনি ৷ দুই দেশের বৃদ্ধি ও উন্নতি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে ৷ পরে এই বৈঠক নিয়ে টুইটও করেন জয়শঙ্কর ৷ পাশাপাশি, তাঁকে ভারত-চিন সম্পর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ৷ যার উত্তরে জয়শঙ্কর বলেন, ‘‘আমার মনে হয়, আমাদের সম্পর্ক ঠিক কোন জায়াগায় দাঁড়িয়ে রয়েছে, সেটা চিন ভালই জানে এবং তারা বোঝে সমস্যাটা ঠিক কোথায় ৷ চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে আমি একাধিকবার বৈঠক করেছি ৷ আপনারা দেখবেন, আমি সবসময়েই খুব স্পষ্টভাবে, যথার্থ কারণ দেখিয়ে কথা বলেছি ৷ আমার কথায় কোনও অস্বচ্ছতা ছিল না ৷ সুতরাং যদি ওরা আমার কথা শুনতে চাইতেন, তাহলে অবশ্যই তা শুনতেন ৷’’