দিল্লি, 20 ফেব্রুয়ারি : গালওয়ান ভ্যালি নিয়ে আজ ফের বৈঠকে বসতে চলেছে ভারত ও চিনা সেনার উচ্চপদস্থ কর্তারা । এই নিয়ে দশমবার বৈঠক হবে । একদিন আগেই লাদাখের প্যাংগং লেক থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সহমত হয়েছে দুই দেশ । গত 10 ফেব্রুয়ারি থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । আজ সকাল 10টায় বৈঠক শুরু হওয়ার কথা ।
গতবছর 6 জুন প্রথমবার ভারত ও চিনা সেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয় । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত সমস্যা ও স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে দু'পক্ষের মধ্যে বৈঠক হয় । ভারতের তরফে জানানো হয়, চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে । এরপর 15 জুন দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে শহিদ হন 20 জন ভারতীয় সেনা । চিনের তরফে অবশ্য তাদের কোনও সেনার মৃত্যুর খবর স্বীকার করা হয়নি । কিন্তু গতকাল প্রতিবেশী দেশ এই বিষয়ে কিছুটা খোলসা করেছে । চিনের পক্ষ থেকে মৃত চার সেনা আধিকারিক ও সেনাকর্মীর নাম প্রকাশ করা হয়েছে ।