পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Navy Day 2022: নৌবাহিনী দিবসে বাহিনীকে কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর - দ্রৌপদী মুর্মু

রবিবার পালিত হচ্ছে নৌবাহিনী দিবস (Navy Day 2022) ৷ টুইটে নৌসেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর ৷ বিশাখাপত্তনমের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি ৷

India celebrates Navy Day 2022
Navy Day 2022: নৌ দিবসে নৌসেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর

By

Published : Dec 4, 2022, 1:01 PM IST

Updated : Dec 4, 2022, 1:54 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: নৌ দিবসে (Navy Day 2022) ভারতীয় নৌ সেনার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এদিন তিনি বলেন, দেশের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনীর ভূমিকা অপরিসীম ৷ বহু প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় নৌসেনার সদস্যরা এই দায়িত্ব পালন করে চলেছেন ৷ প্রসঙ্গত, প্রতিবছর 4 ডিসেম্বর দিনটি ভারতে নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয় ৷ 1971 সালে ভারত-পাক যুদ্ধ চলাকালীন ভারতীয় নৌসেনার অবদানকে স্বীকৃতি দিতে এবং সার্বিকভাবে নৌসেনাকে কুর্নিশ জানাতেই এই দিনটি পালন করা হয় ৷

এদিন নৌবাহিনী দিবস উপলক্ষে টুইটে শুভেচ্ছাবার্তা দেন মোদি ৷ একইসঙ্গে, নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি ৷ মোদি লেখেন, "নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতের প্রত্যেক নৌসেনা সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের আমার অভিনন্দন ৷ আমরা ভারতীয়রা আমাদের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য গর্বিত ৷ ভারতীয় নৌবাহিনী দৃঢ়ভাবে আমাদের জাতিকে রক্ষা করছে এবং প্রতিটি চ্যালেঞ্জের মুহূর্তে তাঁদের মানবিক চেতনা তাঁদের স্বতন্ত্র করে তুলেছে ৷"

আরও পড়ুন:হায়দরাবাদ পেল দেশের মধ্যে প্রথম গোল্ড এটিএম

নৌবাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) ৷ তাঁর বার্তা, "নৌবাহিনী দিবসে ভারতীয় নৌসেনার প্রত্যেক সদস্যকে আমার অভিনন্দন ৷ ভারতকে সুরক্ষিত রাখতে নৌবাহিনীর ভূমিকা অপরিসীম ৷ জলসীমায় দেশকে নিরাপত্তা দিতে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে ৷ ভারতীয় নৌবাহিনীর প্রত্যেক নাবিকের সাহস, দায়বদ্ধতা এবং পেশাদারিত্বের জন্য সারা দেশ গর্বিত ৷"

উল্লেখ্য, রবিবার বিশাখাপত্তনমে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী দিবস (Indian Navy Day 2022) পালন করা হবে ৷ সেই অনুষ্ঠানের আয়োজন করবে ইস্টার্ন ন্যাভাল কম্যান্ড ৷ উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি তথা তিন সশস্ত্রবাহিনীর প্রধান দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ গত শুক্রবারই সরকারিভাবে একথা ঘোষণা করা হয়েছিল ৷ প্রসঙ্গত, গত জুলাই মাসে ভারতের সাংবিধানিক প্রধানের পদে শপথ নেওয়ার পর এই প্রথম দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশ সফরে যাবেন দ্রৌপদী ৷ নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতীয় নৌসেনার নানা অবদানের কথা স্মরণ করেছেন বাহিনীর প্রধান চিফ ন্যাভাল স্টাফ অ্য়াডমিরাল আর হরি কুমারও (Admiral Radhakrishnan Hari Kumar) ৷

Last Updated : Dec 4, 2022, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details