পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Independence Day : সৈনিক স্কুলে পড়তে পারবে মেয়েরাও, লালকেল্লায় ঘোষণা প্রধানমন্ত্রীর

By

Published : Aug 15, 2021, 6:40 AM IST

Updated : Aug 15, 2021, 9:08 AM IST

independence-day
independence-day

08:52 August 15

আজ ভারতের 75তম স্বাধীনতা দিবস ৷ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে শৃঙ্খলামুক্ত হওয়ার দিন ৷ পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশে পালিত হচ্ছে 75তম স্বাধীনতা দিবস ৷ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • তেরঙ্গাকে সামনে রেখে ন্যাশনাল হাইড্রোজেন মিশনের ঘোষণা করলাম ৷ লালকেল্লা থেকে বললেন মোদি ৷

08:52 August 15

  • শিক্ষা হোক বা খেলাধুলো, বোর্ডের পরীক্ষা হোক অলিম্পিকস মেডেল, আমাদের মেয়েরা দারুণ প্রদর্শন করেছে ৷ দেশের সৈনিক স্কুলগুলি মেয়েদের জন্য খুলে দেওয়া হবে ৷ যাঁরা সৈনিক স্কুলে পড়তে চান তাঁদের জন্য দেশের সবকটি সৈনিক স্কুলের দরজা খোলা থাকবে ৷ বললেন মোদি ৷

08:30 August 15

  • লালকেল্লায় 75তম স্বাধীনতা দিবসের মঞ্চে গতিশক্তি প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷ এই প্রকল্পের মাধ্যমে দেশের যুবসমাজের জন্য কাজের ক্ষেত্র তৈরি হবে ৷

08:29 August 15

  • স্বাধীনতার অমৃত মহোৎসবের 75 সপ্তাহে 75টি বন্দে ভারত ট্রেন চালু করা হবে ৷ যা দেশের প্রতিটি জায়গার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ৷ দেশে প্রচুর নতুন নতুন বিমানবন্দর চালু করা হচ্ছে ৷ উড়ান পরিষেবা দূর দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে ৷

08:29 August 15

  • দেশের ক্ষুদ্র চাষিদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে ৷

08:29 August 15

  • জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের হাত ধরে ঐক্যবদ্ধ হয়ে দেশ ৷ বাবাসাহেব আম্বেদকর দেশকে পথ দেখিয়েছেন ৷ তাঁদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকব ৷

08:15 August 15

  • দেশের কোনও কোণা অনুন্নত থাকবে না ৷ উত্তর-পূর্ব ভারত, হিমালয়ান অঞ্চল অর্থাৎ জম্মু-কাশ্মীর, লাদাখ এবং উপকূল অঞ্চল ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে উন্নতি দেখা যাচ্ছে ৷ লাদাখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে ৷

08:06 August 15

  • 100 শতাংশ গ্রামাঞ্চলে রাস্তা থাকবে, 100 শতাংশ গৃহস্থের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ৷ 100 শতাংশ মানুষ যাতে আয়ুষ্মান ভারতের লাভ পান তা নিশ্চিত করতে হবে ৷ উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাসের সংযোগ পাবেন 100 শতাশ মানুষ ৷

08:03 August 15

  • লালকেল্লায় উপস্থিত রয়েছেন অলিম্পিয়ানরা ৷ প্রধানমন্ত্রী বললেন, "অলিম্পিকসে ভারতের যুব প্রজন্ম দেশের নাম উজ্জ্বল করেছে ৷ দেশবাসীকে বলব, আমাদের খেলোয়াড়দের সম্মানে তালি বাজান ৷"

07:48 August 15

  • আগামী বছর থেকে 14 অগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হবে ৷ লালকেল্লা থেকে ভাষণে জানালেন মোদি ৷

07:45 August 15

  • দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন ৷ করোনা যোদ্ধাদের শ্রদ্ধাদের জানালেন প্রধানমন্ত্রী ৷

07:36 August 15

  • স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ ৷

07:35 August 15

  • এরপর শুরু হয় জাতীয় সঙ্গীত ৷ বায়ুসেনার দুই চপার থেকে পুষ্পবৃষ্টি করা হয় ৷

07:35 August 15

  • জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 21টি গান স্যালুটে তেরঙ্গাকে সম্মান জানানো হয় ৷

07:20 August 15

  • লালকেল্লায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৷

07:04 August 15

  • দিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

06:59 August 15

  • টোকিয়ো অলিম্পিকসে পদক জয়ী 32 জন (খেলোয়াড় ও কোচ)কে সম্মানিত করা হবে ৷ লালকেল্লায় আজ বহু করোনা যোদ্ধাদের সম্মান জানানো হবে ৷

06:55 August 15

  • আজ লালকেল্লায় স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলিটরা ৷ 240 জন অলিম্পিয়ান, কোচ ও সাপোর্ট স্টাফকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

06:51 August 15

  • স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করা হচ্ছে ৷ আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে গত মার্চ মাসে এই মহোৎসবের সূচনা হয় ৷ চলবে 2023 সাল পর্যন্ত ৷

06:34 August 15

  • সকাল সকাল টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "75তম স্বাধীনতা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা ৷ স্বাধীনতার অমৃত মহোৎসবের এই বছরে দেশবাসীর মধ্যে নতুন উদ্যম এবং নবচেতনার সঞ্চার হোক ৷ জয় হিন্দ ৷"

06:09 August 15

  • সকাল সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি ৷ 
Last Updated : Aug 15, 2021, 9:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details