নয়াদিল্লি, 26 জানুয়ারি :এবছর 73তম সাধারণতন্ত্র দিবস পালন করছে দেশবাসী ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ রাজধানী দিল্লির রাজপথ কুচকাওয়াজ ও বর্ণাঢ্য উৎসবে মুখর হয়ে ওঠে ৷ সেই উপলক্ষেই আজ সারা দেশে সাজ সাজ রব ৷
চলতি বছর স্বাধীনতার 75তম বছর ৷ ফলে সারা দেশে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালিত হচ্ছে । এই উপলক্ষ্যেই প্রতিরক্ষা মন্ত্রক 26 জানুয়ারি রাজপথে মূল কুচকাওয়াজ এবং 29 জানুয়ারী বিজয় চকে 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানে একাধিক নতুন ইভেন্টের কথা জানিয়েছে । এই নতুনত্বই এবছরের মূল আকর্ষণ ৷ একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে সাধারণতন্ত্র দিবস উদযাপন প্রতি বছর 23-30 জানুয়ারী সপ্তাহব্যাপী হবে । উদযাপন শুরু হবে 23 জানুয়ারী, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে এবং শেষ হবে 30 জানুয়ারী, যা শহীদ দিবস হিসাবে পালন করা হয় ।
এবার কী কী নতুন ?
প্রতিরক্ষা মন্ত্রকের জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী (IAF) 75টি হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট দেখাবে (IAF will show grand flypast by 75 aircraft) । 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানের জন্য 1,000টি দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন দিয়ে একটি ড্রোন শো করার পরিকল্পনা করা হয়েছে ৷ এছাড়াও, এবারই প্রথমবার 480 জন নৃত্যশিল্পী যারা কুচকাওয়াজে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় পারফর্ম করবেন ৷ এদের দেশব্যাপী বন্দে ভারতম নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়েছে।