পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

73rd Republic Day : সাধারণতন্ত্র দিবসে নতুনত্বের ছোঁয়া, দেখে নিন কী কী এবারই প্রথম - সাধারণতন্ত্র দিবসে নতুনত্বের ছোঁয়া

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এবারই প্রথমবার ভারতীয় বিমান বাহিনী (IAF) 75টি হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট প্রদর্শন করবে । 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানের জন্য 1,000টি দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন দিয়ে একটি ড্রোন শো করার পরিকল্পনা করা হয়েছে (IAF will show grand flypast by 75 aircraft) ৷

73rd Republic Day
সাধারণতন্ত্র দিবসে নতুনত্বের ছোঁয়া, দেখে নিন কী কী এবারই প্রথম

By

Published : Jan 26, 2022, 10:33 AM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি :এবছর 73তম সাধারণতন্ত্র দিবস পালন করছে দেশবাসী ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ রাজধানী দিল্লির রাজপথ কুচকাওয়াজ ও বর্ণাঢ্য উৎসবে মুখর হয়ে ওঠে ৷ সেই উপলক্ষেই আজ সারা দেশে সাজ সাজ রব ৷

চলতি বছর স্বাধীনতার 75তম বছর ৷ ফলে সারা দেশে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালিত হচ্ছে । এই উপলক্ষ্যেই প্রতিরক্ষা মন্ত্রক 26 জানুয়ারি রাজপথে মূল কুচকাওয়াজ এবং 29 জানুয়ারী বিজয় চকে 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানে একাধিক নতুন ইভেন্টের কথা জানিয়েছে । এই নতুনত্বই এবছরের মূল আকর্ষণ ৷ একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে সাধারণতন্ত্র দিবস উদযাপন প্রতি বছর 23-30 জানুয়ারী সপ্তাহব্যাপী হবে । উদযাপন শুরু হবে 23 জানুয়ারী, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে এবং শেষ হবে 30 জানুয়ারী, যা শহীদ দিবস হিসাবে পালন করা হয় ।

এবার কী কী নতুন ?

প্রতিরক্ষা মন্ত্রকের জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী (IAF) 75টি হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট দেখাবে (IAF will show grand flypast by 75 aircraft) । 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানের জন্য 1,000টি দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন দিয়ে একটি ড্রোন শো করার পরিকল্পনা করা হয়েছে ৷ এছাড়াও, এবারই প্রথমবার 480 জন নৃত্যশিল্পী যারা কুচকাওয়াজে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় পারফর্ম করবেন ৷ এদের দেশব্যাপী বন্দে ভারতম নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

মূল কুচকাওয়াজে জাতীয় ক্যাডেটের 'শহীদন কো শত শত নমন' কর্মসূচির উদ্বোধন করা হবে ৷ রাজপথে কুচকাওয়াজ শুরু হবে সকাল 10:30 টায় ৷ কোভিড-19 সংক্রমণের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হয়েছে । শুধুমাত্র দুটি টিকাপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক এবং 15 বছর বা তার বেশি বয়সের একটি ডোজ টিকা প্রাপ্ত শিশুদের প্যারেডে প্রবেশের অনুমতি দেওয়া হবে । সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানে অটোরিকশা চালক, নির্মাণ শ্রমিক, সাফাই কর্মচারি এবং স্বাস্থ্যকর্মীদের কিছু অংশকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

সাধারণতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠান শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনের মাধ্যমে । ঐতিহ্য অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলনের পর 21টি বন্দুকের স্যালুট-সহ জাতীয় সঙ্গীত হবে ।

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-মমতার

কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন প্যারেড কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল বিজয় কুমার মিশ্র । মেজর জেনারেল অলোক কাকার, চিফ অফ স্টাফ, দিল্লি এরিয়া প্যারেড সেকেন্ড-ইন-কমান্ড । রাজপুত রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট, জম্মু ও কাশ্মীর লাইট রেজিমেন্ট, শিখ লাইট রেজিমেন্ট, আর্মি অর্ডন্যান্স কর্পস এবং প্যারাসুট রেজিমেন্ট সহ সেনাবাহিনীর মোট ছ'টি মার্চিং কন্টিনজেন্ট থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details