দিল্লি, 28 জানুয়ারি : কোরোনা ভাইরাসই হোক বা সীমান্ত সমস্যা - যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে সক্ষম ভারত। গত বছরই দেশ এটা দেখিয়ে দিয়েছে। বৃহস্পতিবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ন্যাশনাল ক্যাডেট কর্পসের একটি পথসভায় মোদি বলেন, সর্বক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে ভারত। এ প্রসঙ্গে তিনি তুলে ধরেন, কোরোনা টিকা আবিষ্কারের কথা। মোদি বলেন, ''টিকার সুরক্ষিত ঢাল তৈরি করাই হোক বা যারা ভারতের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাদের অত্যাধুনিক মিজ়াইল দিয়ে ধ্বংস করে দেওয়া, সর্ব ক্ষেত্রে যোগ্য এই দেশ।''
মোদির কথায়, ভারত একদিকে যেমন কোরোনা টিকার ক্ষেত্রে আত্মনির্ভর, তেমনই সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে তুলতেও সচেষ্ট। দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা যাতে সেরা হয়ে ওঠে, সে জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে দেশের দুরন্ত ওয়ার মেশিন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।