নয়াদিল্লি, 10 ডিসেম্বর:মূলত ইতিবাচক অ্যাজেন্ডা প্রস্তুত করা, আসন ভাগাভাগি এবং যৌথ সমাবেশ করার কর্মসূচি বিরোধী 'ইন্ডিয়া' জোটের সামনে প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম ৷ আগামী 19 ডিসেম্বরে দিল্লিতে জোটের পরবর্তী বৈঠকে এই বিষয়গুলিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রবিবার এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, "ইন্ডিয়া জোটের দলগুলির নেতাদের চতুর্থ সভা মঙ্গলবার 19 ডিসেম্বর দিল্লিতে বিকাল তিনটের সময় অনুষ্ঠিত হবে।"
অন্যদিকে, কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পালটা হিসেবে দলগুলো ঐক্যের থিম থাকছে 'আমি না, আমরা' ৷ সেই বক্তব্য নিয়েই জোট এগিয়ে যেতে চায় বলেও জানিয়েছে কংগ্রেস ৷ সদ্য সমাপ্ত চার রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দুর্বল প্রদর্শনের পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে ৷ যেখানে রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে তাদের ভরাডুবি হয়েছে ৷ অন্যদিকে, বিজেপি জোর দিয়ে জানিয়েছে, মানুষ 'মোদির গ্যারান্টি'কে বিশ্বাস করেছে ৷ সুতরাং এ থেকে নিশ্চিত 2024-এ বিজেপির সরকার পুনরায় কেন্দ্রে আসবে ৷
বিরোধী দলগুলির সামনে এখন চ্যালেঞ্জ হল আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে মোকাবিলা করার জন্য একটি বিকল্প ইতিবাচক অ্যাজেন্ডা তৈরি করতে হবে বলে কংগ্রেস নেতা দাবি করেছেন ৷ সূত্রের খবর, বৈঠকে জোটের দলগুলোর আসন ভাগাভাগি, যৌথ নির্বাচনী সমাবেশ করার পরিকল্পনাও করবে ৷ এর পাশাপাশি একটি অভিন্ন কর্মসূচিও নেওয়া হবে ওই বৈঠকে ৷ ওই কংগ্রেস নেতা অবশ্য স্বীকার করেছেন, দলকে 2024 সালে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রথাগত ধারণার বাইরে গিয়ে চিন্তা করতেে হবে।
কংগ্রেসের দাবি, ভারত জোড়ো যাত্রার সময় যে বিষয়গুলি প্রাধান্য পেয়েছিল যেমন অর্থনৈতিক বৈষম্য, সামাজিক মেরুকরণ এবং রাজনৈতিক কর্তৃত্ববাদের পাশাপাশি মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি এমন কিছু বিষয় যা লোকসভা ভোটের সময় ফের প্রচারের হাতিয়ার হতে পারে ৷ এই বিষয়গুলিই বিরোধী জোটের দলগুলির সাধারণ অ্যাজেন্ডার অংশ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে ৷ একইসঙ্গে জোট, মনমোহন সিংয়ের 10 বছরকে যেমন হাইলাইট করা হবে, তেমনই প্রধানমন্ত্রী মোদির 10 বছর সাধারণ মানুষের জীবনে যে পার্থক্য এনেছে তাও বোঝানো হবে ৷ একইসঙ্গে, লোকসভা নির্বাচনের প্রচারের সময়ও আদানি ইস্যুটিকে সামনে রাখা হবে বলেও জানিয়েছে কংগ্রেস ৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 17 থেকে 19 ডিসেম্বর রাজধানীতেই থাকবেন ৷ সুতরাং তাঁর এই বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। (পিটিআই)
আরও পড়ুন
- বিএসপিতেও 'ভাইপো' রাজ শুরু ! উত্তরাধিকারী বেছে নিলেন মায়াবতী
- আদিবাসী সমাজ থেকে মুখ্যমন্ত্রী পেল ছত্তিশগড়, বিষ্ণু দেও সাইয়ের নামে সিলমোহর বিজেপির