নয়াদিল্লি, 3 ডিসেম্বর:চার রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার মধ্যেই 2024 সালের লোকসভা নির্বাচনের লড়াই নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল কংগ্রেস ৷ লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে আগামী 6 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ ওই দিন দিল্লিতে তাঁর বাসভবনে আয়োজিত বৈঠকের জন্য জোটের অংশীদারদের ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে বিরোধী নেতারা লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে লড়াই করার জন্য তাঁদের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন এবং চূড়ান্ত রণকৌশল ঠিক করবেন বলে মনে করা হচ্ছে ৷
রবিবার ফলগণনার প্রাথমিক ট্রেন্ড যা বলছে, তাতে হিন্দি বলয়ে এ বার খুবই খারাপ ফল হতে চলেছে কংগ্রেসের ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে সম্ভাব্য পরাজয়ের মুখে দাঁড়িয়ে তারা ৷ এই অবস্থায় একই মনোভাবাপন্ন সঙ্গী দলগুলিকে নিয়ে লোকসভাকেই পাখির চোখ করতে চাইছে কংগ্রেস ৷ তারা আগামী সপ্তাহে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার বৈঠকের ডাক দিয়েছে ৷
বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে গঠিত ইন্ডিয়া জোট চলতি বছরের শুরুর দিকে পটনা, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে তিনটি বৈঠক করেছে । আর এ বার চতুর্থ বৈঠকের ডাক দিয়ে জোটের অংশীদারদের ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ৷ তিনি সবাইকে আগামী 6 তারিখ ফের একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার গোষ্ঠী) নেত্রী সুপ্রিয়া সুলে মুম্বই বৈঠকের পরেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বিরোধীদের পরবর্তী বৈঠকটি জাতীয় রাজধানীতে অনুষ্ঠিত হবে ।
6 ডিসেম্বর দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে ভারতীয় রাজনীতিতে । 1992 সালের এই দিনেই করসেবকরা অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলেন । সেই জায়গাতেই আগামী বছর নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এটাই হতে চলেছে লোকসভা নির্বাচনের জন্য বিজেপির অন্যতম ট্রাম কার্ড ৷ কাজেই 6 ডিসেম্বর ইন্ডিয়া ব্লকের বৈঠকের আয়োজনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷