পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাসপেন্ড 146 সাংসদ ! যন্তর মন্তরে 'ইন্ডিয়া' জোটের প্রতিবাদ সভায় হাজির খাড়গে-শরদ-ইয়েচুরি-রাহুল - suspension of opposition MPs

INDIA bloc protest at Jantar Mantar: চলতি শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছেন 146 জন সাংসদ ৷ এর প্রতিবাদে যন্তরে মন্তরে 'ইন্ডিয়া' জোটের সভা ৷

ETV Bharat
যন্তর মন্তরে ইন্ডিয়া জোটের প্রতিবাদ সভা

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 12:51 PM IST

Updated : Dec 22, 2023, 1:28 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর:আজ সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিন ৷ এই অধিবেশনে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ শুক্রবার যন্তরে মন্তরে এর প্রতিবাদে সভা করছে 'ইন্ডিয়া' জোট ৷ সভায় এসেছেন প্রবীণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং আরও অনেকে ৷ বৃহস্পতিবার সকালেও মিছিল করেছে ইন্ডিয়া জোটের সদস্যদলগুলি ৷ আজ দেশজুড়ে এই প্রতিবাদ হবে বলে জানা গিয়েছে ৷

এদিন সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, "বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে 146 জন সাংসদকে কখনও এভাবে সাসপেন্ড করা হয়নি ৷ গণতন্ত্র এখন বিপদে, মানুষের জানা উচিত ৷ এই প্রতিবাদের উদ্দেশ্য, মানুষকে এটা বলা যে, যা হচ্ছে তা দেশের ভবিষ্যতের জন্য খুব খারাপ ৷ এর সমাধানে একটাই রাস্তা আছে ৷ মানুষ যদি এই সরকারে পরিবর্তন এনে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে পারে ৷"

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি প্রধান শরদ পাওয়ার প্রতিবাদ সভার মঞ্চ থেকে বলেন, "দেশে গণতন্ত্রকে বাঁচাতে আমরা যে কোনও মূল্য দিতে প্রস্তুত ৷" প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, "2-3 জন যুবক সংসদে ঢুকে স্মোক ক্যান ছুড়েছিল ৷ এই সময় বিজেপি সাংসদরা পালিয়ে যায় ৷ এতে সংসদের নিরাপত্তা ভঙ্গ হওয়া নিয়ে প্রশ্ন উঠছে ৷ আরেকটা প্রশ্ন, এই যুবকরা এভাবে প্রতিবাদ কেন করলেন ? এর উত্তর দেশের বেকারত্ব ৷" তিনি আরও বলেন, "মিডিয়া দেশের বেকারত্ব নিয়ে কোনও কথা বলে না ৷ এরা রাহুল গান্ধির ভিডিয়ো রেকর্ডিং করা নিয়ে বলে ৷ এদিকে সেসময় সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদ চত্বরে বসেছিলেন ৷"

4 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় ৷ এর মধ্যে 13 ডিসেম্বর হঠাৎ সংসদের লোকসভা কক্ষে হামলা চালায় দুই যুবক ৷ তারা অধিবেশন চলাকালীন লোকসভার দর্শকাসন থেকে নীচে লাফিয়ে পড়ে ৷ তাদের জুতো থেকে ধোঁয়া বেরতে থাকে ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকসভায় ৷ এদিনই 2001 সালের সংসদ ভবন হামলার 22 বছর পূর্তি ছিল ৷ পরে এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা ৷ এ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন বিরোধী সাংসদরা ৷ এরপরই লোকসভা ও রাজ্যসভার একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হয় ৷

আরও পড়ুন:

  1. সাসপেন্ড হওয়া সাংসদদের মিছিল! 'উপরাষ্ট্রপতি সংসদে জাতপাত বিভেদ এনেছেন', বললেন খাড়গে
  2. সংসদ হামলায় গ্রেফতার মনোরঞ্জনের বন্ধু! অমল-নীলম-সাগর-ললিতদের একসঙ্গে মুখোমুখি জেরা
  3. শহিদ ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত সাগর-মনোরঞ্জন! সেন্ট্রাল অ্যাসেম্বলি হামলার অনুকরণ লোকসভায়
Last Updated : Dec 22, 2023, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details