পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India Bangladesh Power Supply Agreement : আগামী পাঁচ বছর বাংলাদেশকে অতিরিক্ত 20 শতাংশ বিদ্যুৎ সরবরাহ করবে ভারত - ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ চুক্তি

ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ চুক্তির মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হল (india bangladesh power supply agreement renewed for next five years) ৷ এই পাঁচ বছর বাংলাদেশকে অতিরিক্ত 20 শতাংশ বিদ্যুৎ সরবরাহ করবে ভারত (India will supply 20 percent more power to Bangladesh) ৷

india-bangladesh power supply agreement renewed for next five years
India-Bangladesh Power Supply Agreement : আগামী পাঁচ বছর বাংলাদেশকে অতিরিক্ত 20 শতাংশ বিদ্যুৎ সরবরাহ করবে ভারত

By

Published : Dec 5, 2021, 6:27 PM IST

আগরতলা, 5 ডিসেম্বর :আগামী দিনে বাংলাদেশকে অতিরিক্ত 20 শতাংশ বিদ্যুৎ সরবরাহ করবে ভারত (India will supply 20 percent more power to Bangladesh) ৷ প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত সংশ্লিষ্ট চুক্তির মেয়াদ ইতিমধ্যেই বাড়ানো হয়েছে ৷ সূত্রের দাবি, পরবর্তী পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে ওই চুক্তির মেয়াদ (India Bangladesh Power Supply Agreement) ৷ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরাই রবিবার একথা জানিয়েছেন ৷ সূত্রের দাবি, এতদিন বাংলাদেশকে 160 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড (Tripura State Electricity Corporation Limited) বা টিএসইসিএল (TSECL) ৷ এবার থেকে সেই পরিমাণ বেড়ে হবে 192 মেগাওয়াট ৷

আরও পড়ুন :Commemorate 1971 war : মুক্তিযুদ্ধের স্মরণে ভারত-বাংলাদেশ সেনার সাইকেল ব়্যালি

প্রসঙ্গত, বিদ্যুৎ সরবরাহ নিয়ে 2021 সালের 11 জানুয়ারি একটি চুক্তি স্বাক্ষর করে ভারত ও বাংলাদেশ ৷ স্থির হয়, সহমতের ভিত্তিতে স্থির হওয়া দামের বিনিময়ে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করবে ভারত ৷ 2021 সালের 16 মার্চ শেষ হয় সেই চুক্তির মেয়াদ ৷ পরবর্তীতে চুক্তিটি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেয় দুই দেশ ৷ ভারতের পক্ষ থেকে টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর এমএস কেলে এবং এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের (NTPC Vidyut Vyapar Nigam Ltd) সিইও প্রবীণ সাক্সেনা তাতে স্বাক্ষর করেন ৷ অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি হিসাবে চুক্তিতে সই করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধিকর্তা তথা বিদ্যুৎ সচিব ৷

আরও পড়ুন :Hilsa from Bangladesh: সীমান্ত পেরিয়ে হাসিনা সরকারের ইলিশ এল এরাজ্যে

গত 2 ডিসেম্বর ঢাকায় নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া সারা হয় ৷ নতুন চুক্তিটি 2021 সালের 17 মার্চ থেকেই কার্যকর হয়ে গিয়েছে ৷ যা বলবৎ থাকবে 2026 সালের 16 মার্চ পর্যন্ত ৷ সূত্রের দাবি, নতুন চুক্তির নিয়মাবলী ও শর্তে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ৷ সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এই বিষয়ে চারটি বৈঠক করে ৷ তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details