পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখের এলএসি থেকে সেনা সরানো নিয়ে সমঝোতায় রাজি ভারত-চিন - ভারত-চিন সেনা

গত বছরের মে মাসে পূর্ব লাদাখে লাইন অফ অ্য়াকচুয়াল কন্ট্রোলে ভারত-চিন সেনার অবস্থান নিয়ে বিবাদ চরমে উঠেছিল ৷ পরে সেই তীব্রতা কমলেও এখনও বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি ৷ এবার দুই দেশই সেই বিবাদের সমাধানে রাজি হয়েছে, জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক ৷

সমঝোতায় রাজি ভারত-চিন
সমঝোতায় রাজি ভারত-চিন

By

Published : Jun 26, 2021, 10:31 AM IST

নয়াদিল্লি, 26 জুন : ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় চিন ৷ পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এর বিতর্কিত জায়গাগুলি থেকে সেনা সরিয়ে নেওয়া নিয়ে দু'দেশের মধ্যে বিবাদ তীব্র আকার ধারণ করেছিল গত বছরের মে মাসে, তীব্রতা কমলেও যা এখনও চলছে ৷

শুক্রবার "ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অন ইন্ডিয়া-চায়না বর্ডার অ্যাফেয়ার্স"-এ (Working Mechanism for Consultation and Coordination on India-China Border Affairs (WMCC) কূটনৈতিক বৈঠক হয় ৷ সেখানে এই দ্বন্দ্ব মেটাতে নিজেদের মধ্যে কথা বলে, যোগাযোগ রেখে একটি পারস্পরিক সমঝোতার পথে যেতে রাজি হয়েছে দুই দেশ ৷ জানিয়েছে বিদেশমন্ত্রক ৷

আরও পড়ুন : ভারত-চিন সীমান্তে পরিকাঠামো নিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

বিদেশমন্ত্রকের একটি বিবৃতি অনুযায়ী, দু'দেশের সামরিক প্রধানের মধ্যে 12তম বৈঠক হবে খুব শিগগিরি ৷ তার লক্ষ্য হবে দ্বিপাক্ষিক চুক্তি, কূটনৈতিক সম্পর্ক অনুযায়ী বিতর্কিত জায়গাগুলি থেকে পুরোপুরি সেনা হঠিয়ে নেওয়া ৷ "2020-র সেপ্টেম্বরে দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে যে চুক্তি হয়েছিল, তা মেনে দু-পক্ষই যত তাড়তাড়ি সম্ভব পূর্ব লাদাখের এলএসি (LAC) নিয়ে সমাধানে আসতে রাজি হয়েছে", জানানো হয়েছে বিবৃতিতে ৷ পাশাপাশি ওই অঞ্চলে নতুন কোনও সংঘর্ষের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করতে জোর দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details