নয়াদিল্লি, 26 জুন : ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় চিন ৷ পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এর বিতর্কিত জায়গাগুলি থেকে সেনা সরিয়ে নেওয়া নিয়ে দু'দেশের মধ্যে বিবাদ তীব্র আকার ধারণ করেছিল গত বছরের মে মাসে, তীব্রতা কমলেও যা এখনও চলছে ৷
শুক্রবার "ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অন ইন্ডিয়া-চায়না বর্ডার অ্যাফেয়ার্স"-এ (Working Mechanism for Consultation and Coordination on India-China Border Affairs (WMCC) কূটনৈতিক বৈঠক হয় ৷ সেখানে এই দ্বন্দ্ব মেটাতে নিজেদের মধ্যে কথা বলে, যোগাযোগ রেখে একটি পারস্পরিক সমঝোতার পথে যেতে রাজি হয়েছে দুই দেশ ৷ জানিয়েছে বিদেশমন্ত্রক ৷