পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Unequal Economy Nations : আর্থিক অসাম্য দেশগুলির শীর্ষ সারিতে ভারত, বলছে 'বিশ্ব অসাম্য রিপোর্ট' - World Inequality Report 2022

সবচেয়ে বেশি আর্থিক বৈষম্যের দেশগুলির মধ্যে শীর্ষ সারিতে রয়েছে ভারত ৷ বিশ্ব অসাম্য রিপোর্ট 2022 (World Inequality Report 2022) এর তথ্যে এমনই উল্লেখ করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ভারতের মোট অর্থনীতির পাঁচ ভাগের এক ভাগ টাকা 1 শতাংশ মানুষের কাছে রয়েছে (India Among Most Unequal Economy Nations) ৷

India Among Most Unequal Economic Nations
বিশ্বের সবচেয়ে বেশি আর্থিক বৈষম্য ভারতে

By

Published : Dec 8, 2021, 8:51 AM IST

Updated : Dec 8, 2021, 9:38 AM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : বিশ্ব অসাম্য রিপোর্ট 2022 (World Inequality Report 2022) এর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আর্থিক বৈষম্যের দেশগুলির মধ্যে শীর্ষ সারিতে রয়েছে ভারত (India Among Most Unequal Economy Nations) ৷ যেখানে দেশের মোট অর্থের 5 ভাগের একভাগের বেশি অর্থ 1 শতাংশ মানুষের হাতে রয়েছে ৷ আর আর্থিকভাবে নিচের দিকে থাকা মানুষের কাছে মোট অর্থের মাত্র 13 শতাংশ রয়েছে ৷ এমনই ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷

বিশ্ব অসাম্য রিপোর্ট 2022 তৈরি করেছেন বিশ্ব অসাম্য গবেষণাগারের কো-ডিরেক্টর লুকাস চ্যান্সেল ৷ আর তাঁর এই রিপোর্ট তৈরিতে সাহায্য করেছেন একাধিক বিশেষজ্ঞ ৷ ফরাসি অর্থনীতিবিদ থমাস পিকেটি এবং অন্যান্য অর্থনীতির বিশেষজ্ঞদের সাহায্য নেওা হয়েছে ৷ যে রিপোর্টে 2021 সাল বিশ্বের সব দেশগুলির আর্থিক বণ্টন সংক্রান্ত তথ্য সমীক্ষার মাধ্যমে তুলে ধরা হয়েছে ৷ সেই রিপোর্টেই বলা হয়েছে, ভারত আর্থিক বৈষম্যে উপরের দিকে থাকা দেশগুলির মধ্যে অন্যতম ৷

ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার গড় মাসিক আয় 2 লক্ষ 4 হাজার 200 টাকা ৷ এর মধ্যে নিচের দিকে থাকা 50 শতাংশের গড় মাসিক আয় 53 হাজার 610 টাকা ৷ আর ভারতীয় অর্থনীতির একদম উপরের দিকে থাকা 10 শতাংশের মাসিক গড় আয় 11 লক্ষ 66 হাজার 520 টাকা ৷

আরও পড়ুন : Nirmala Sitharaman : ভারতের অর্থনৈতিক সংস্কারের প্রশংসা বাইডেন প্রশাসনের, দাবি নির্মলার

শতাংশের হিসেবে ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতির 57 শতাংশ প্রথম 10 শতাংশ লোকজনের হাতে রয়েছে ৷ আর তার মধ্যে 22 শতাংশ রয়েছে মাত্র 1 শতাংশ লোকের হাতে ৷ আর অর্থনীতির একদন নিচে থাকা 50 শতাংশের হাতে রয়েছে মাত্র 13 শতাংশ অর্থ ৷ আর এই বৈষম্য ভারতকে ধনী এবং অভিজাতদের মধ্যেও দরিদ্র এবং অসম আর্থিক বণ্টনের দেশ হিসেবে উপরের সারিতে তুলে এনেছে ৷ আর মোট অর্থনীতির গড় হিসেবে 2021 সালে ভারতের সবক’টি পরিবারের বার্ষিক সম্পদ 9 লক্ষ 83 হাজার 10 টাকা হওয়ার কথা ৷

আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

তবে, শুধুমাত্র আর্থিক বৈষম্য নয় ৷ ভারতে লিঙ্গবৈষম্যও অত্যাধিক বেশি ৷ যেখানে ভারতের মোট আয়ের মাত্র 18 শতাংশ মহিলারা উপার্জন করেন ৷ যা চিনকে বাদ দিয়ে এশিয়ার মহিলারদের গড় আয়ের থেকেও কম ৷ চিনকে বাদ দিয়ে এশিয়ার মহিলাদের গড় উপার্জন 21 শতাংশ ৷ ভারতের ক্ষেত্রে যা 3 শতাংশ কম ৷ আর এই পরিসংখ্যান বিশ্বের আর্থিকভাবে নিচের দিকে থাকা দেশগুলির মধ্যে অন্যতম ৷

Last Updated : Dec 8, 2021, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details