নয়াদিল্লি, 8 ডিসেম্বর : বিশ্ব অসাম্য রিপোর্ট 2022 (World Inequality Report 2022) এর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আর্থিক বৈষম্যের দেশগুলির মধ্যে শীর্ষ সারিতে রয়েছে ভারত (India Among Most Unequal Economy Nations) ৷ যেখানে দেশের মোট অর্থের 5 ভাগের একভাগের বেশি অর্থ 1 শতাংশ মানুষের হাতে রয়েছে ৷ আর আর্থিকভাবে নিচের দিকে থাকা মানুষের কাছে মোট অর্থের মাত্র 13 শতাংশ রয়েছে ৷ এমনই ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷
বিশ্ব অসাম্য রিপোর্ট 2022 তৈরি করেছেন বিশ্ব অসাম্য গবেষণাগারের কো-ডিরেক্টর লুকাস চ্যান্সেল ৷ আর তাঁর এই রিপোর্ট তৈরিতে সাহায্য করেছেন একাধিক বিশেষজ্ঞ ৷ ফরাসি অর্থনীতিবিদ থমাস পিকেটি এবং অন্যান্য অর্থনীতির বিশেষজ্ঞদের সাহায্য নেওা হয়েছে ৷ যে রিপোর্টে 2021 সাল বিশ্বের সব দেশগুলির আর্থিক বণ্টন সংক্রান্ত তথ্য সমীক্ষার মাধ্যমে তুলে ধরা হয়েছে ৷ সেই রিপোর্টেই বলা হয়েছে, ভারত আর্থিক বৈষম্যে উপরের দিকে থাকা দেশগুলির মধ্যে অন্যতম ৷
ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার গড় মাসিক আয় 2 লক্ষ 4 হাজার 200 টাকা ৷ এর মধ্যে নিচের দিকে থাকা 50 শতাংশের গড় মাসিক আয় 53 হাজার 610 টাকা ৷ আর ভারতীয় অর্থনীতির একদম উপরের দিকে থাকা 10 শতাংশের মাসিক গড় আয় 11 লক্ষ 66 হাজার 520 টাকা ৷