পটনা, 30 অগস্ট:ইন্ডিয়া জোট সারা দেশে একটি পতাকা ও এক প্রতীকে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে । এমনই জানিয়েছেন জেডিইউ-এর প্রধান মুখপাত্র নীরজ কুমার ৷ এই জোটের তৃতীয় বৈঠক আগামিকাল বৃহস্পতিবার শুরু হতে চলেছে মুম্বইয়ে ৷ তার ঠিক আগেরদিনই এই মন্তব্য করেছেন নীতীশ কুমারের দলের এই নেতা ৷
নীরজ কুমার বলেন, "এক পতাকা ও একটি প্রতীক সারা দেশে একটি ইতিবাচক বার্তা দেবে এবং জোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনও বিভ্রান্তি থাকবে না । সব বিরোধী দল যদি এক পতাকা ও একটি প্রতীকের নিচে একত্রিত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে ফলাফল অপ্রত্যাশিত হবে । এটা ভারতীয় জনতা পার্টির সমস্যা বৃদ্ধি করবে ৷”
সূত্রের খবর, এখনও পর্যন্ত জোটের তরফে একজন আহ্বায়ক খোঁজার বিষয়ে জোর দেওয়া হচ্ছিল ৷ কিন্তু এনডিএ-কে মোকাবিলা করার জন্য আগেই ঐক্যবদ্ধ ছবি সামনে আনার কথা ভাবা হয়েছেন ৷ সেই কারণেই একজন কো-অর্ডিনেটর খুব প্রয়োজন বলে জোটের নেতা-নেত্রীরা মনে করছেন ৷ তবে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব একাধিক কো-অর্ডিনেটরের পক্ষে সওয়াল করেছেন ৷ সেই নিয়েও আলোচনা হতে পারে ৷