পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INDIA Alliance Meeting: চব্বিশের লোকসভা ভোটে এক পতাকায় লড়তে পারে ইন্ডিয়া জোট, দাবি জেডিইউ নেতার - এক পতাকায় লড়তে পারে ইন্ডিয়া জোট

INDIA Alliance to Discuss on one Flag: বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে বসছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক ৷ জেডিইউ-এর প্রধান মুখপাত্র নীরজ কুমার জানিয়েছেন, ওই বৈঠকে জোটের জন্য একটি পতাকা ও এক প্রতীক নিয়ে আলোচনা হবে ৷

INDIA Alliance Meeting
INDIA Alliance Meeting

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 12:50 PM IST

পটনা, 30 অগস্ট:ইন্ডিয়া জোট সারা দেশে একটি পতাকা ও এক প্রতীকে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে । এমনই জানিয়েছেন জেডিইউ-এর প্রধান মুখপাত্র নীরজ কুমার ৷ এই জোটের তৃতীয় বৈঠক আগামিকাল বৃহস্পতিবার শুরু হতে চলেছে মুম্বইয়ে ৷ তার ঠিক আগেরদিনই এই মন্তব্য করেছেন নীতীশ কুমারের দলের এই নেতা ৷

নীরজ কুমার বলেন, "এক পতাকা ও একটি প্রতীক সারা দেশে একটি ইতিবাচক বার্তা দেবে এবং জোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনও বিভ্রান্তি থাকবে না । সব বিরোধী দল যদি এক পতাকা ও একটি প্রতীকের নিচে একত্রিত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে ফলাফল অপ্রত্যাশিত হবে । এটা ভারতীয় জনতা পার্টির সমস্যা বৃদ্ধি করবে ৷”

সূত্রের খবর, এখনও পর্যন্ত জোটের তরফে একজন আহ্বায়ক খোঁজার বিষয়ে জোর দেওয়া হচ্ছিল ৷ কিন্তু এনডিএ-কে মোকাবিলা করার জন্য আগেই ঐক্যবদ্ধ ছবি সামনে আনার কথা ভাবা হয়েছেন ৷ সেই কারণেই একজন কো-অর্ডিনেটর খুব প্রয়োজন বলে জোটের নেতা-নেত্রীরা মনে করছেন ৷ তবে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব একাধিক কো-অর্ডিনেটরের পক্ষে সওয়াল করেছেন ৷ সেই নিয়েও আলোচনা হতে পারে ৷

এই বিষয়টির ইঙ্গিতও মিলেছে নীরজ কুমারের কথায় ৷ তিনি জানিয়েছে, মুম্বইয়ে দু’দিনের এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ তার মধ্যে অন্যতম জোটের প্রধান কো-অর্ডিনেটর কে হবেন, সেই নাম চূড়ান্ত হবে এবারের বৈঠকে ৷ পাশাপাশি অন্যান্য কো-অর্ডিনেটরদেরও বেছে নেওয়া হবে এই বৈঠক থেকে ৷ এছাড়া আসন সমাঝোতা নিয়েও জোটের সদস্য দলগুলি আলোচনা করবে ৷ তাঁর আরও দাবি, ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে দেশের রাজনীতির গতিপথ ঠিক হবে ৷

সূত্রের খবর, প্রধান কো-অর্ডিনেটরের সঙ্গে যাঁদের অন্য কো-অর্ডিনেটর হিসেবে বেছে নেওয়া হবে, তাঁরা জোনভিত্তিক কাজ করবেন ৷ এখন প্রশ্ন, কে হবেন প্রধান কো-অর্ডিনেটর ? মনে করা হচ্ছে, প্রথমে এই প্রস্তাব নীতীশ কুমারকে দেওয়া হতে পারে ৷ কারণ, বিরোধীদের একজোট করার উদ্য়োগ প্রথম তিনি নিয়েছিলেন ৷ কিন্তু নীতীশ কি রাজি হবেন ? কারণ, সাম্প্রতিক সময়ে নীতীশ জোটে কোনও বিশেষ পদ নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন ৷ তিনি রাজি না হলে কে এই দায়িত্ব পাবেন, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:'নির্দিষ্ট আকার কিংবা ওজন নেই', এনডিএ জোটকে অ্যামিবার সঙ্গে তুলনা উদ্ধবের

ABOUT THE AUTHOR

...view details