পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Third Oppositions Meet: অগস্টের শেষেই মুম্বইয়ে তৃতীয় মেগা বৈঠক ইন্ডিয়া জোটের

2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে একজোট হয়েছে দেশের 26টি দল ৷ তাদের প্রথম বৈঠক হয় পটনায় ৷ দ্বিতীয় বৈঠক হয় বেঙ্গালুরুতে ৷ সূত্রের খবর, এবার তৃতীয় বৈঠক হতে পারে মহারাষ্ট্রের মুম্বইতে ৷

ETV Bharat
ইন্ডিয়া জোটের বৈঠক

By

Published : Aug 5, 2023, 8:26 AM IST

নয়াদিল্লি, 4 অগস্ট: ইন্ডিয়া জোটের আগামী বৈঠক হতে পারে এমাসের শেষেই ৷ সূত্র মারফত জানা গিয়েছে, 26 টি দলের নেতা-নেত্রীরা মুম্বইয়ে 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর- দু'দিন ধরে বৈঠক করবেন ৷ মুম্বইয়ের পোওয়াই এলাকার একটি হোটেলে এই বৈঠক হতে পারে ৷ এখানেও বেঙ্গালুরুর মতো মূল বৈঠকের একদিন আগেই মিলিত হবেন নেতা-নেত্রীরা। প্রথম দিন নিজেদের মধ্যে ঘরোয়া আলোচনা করবেন। মূল বৈঠক হবে পরদিন।

দু'দিনের বৈঠক শেষে 1 সেপ্টেম্বর বিকেলে সাংবাদিক বৈঠকও হওয়ার কথা ৷ মনে করা হচ্ছে, মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোট বিভিন্ন কমিটির নাম ঘোষণা করবে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হয়েছে 26টি দল ৷ একের পর এক বৈঠকে রণকৌশল ঠিক করছেন বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা ৷ তবে সব বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা এই তারিখে মিলিত হওয়ার সম্মতি জানালেই বৈঠকের দিন চূড়ান্ত হবে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে একথা আগেই জানিয়েছিলেন ৷

আরও পড়ুন: বিরোধী জোটের নয়া নাম কী ? ডেরেকের 'ইন্ডিয়া' টুইটে জল্পনা

এর আগে অনেকগুলি তারিখ নিয়ে আলোচনা হলেও নেতা-নেত্রীরা সেই সময় উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন ৷ তাই আপাতত 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর তারিখ দু'টিই স্থির করা হয়েছে ৷ তৃতীয় মেগা বৈঠকের আয়োজক উদ্ধবে ঠাকরের শিব সেনা এবং শরদ পাওয়ারের নেতৃত্বে থাকা এনসিপি ৷

মহারাষ্ট্রে এই দু'টি আঞ্চলিক দলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ৷ তারা একসঙ্গে মহারাষ্ট্র সরকার পরিচালনা করত ৷ তাই বলা যায়, এই মেগা বৈঠকের নেতৃত্বে রয়েছে মহা বিকাশ আঘাড়ি বা এমভিএ জোট ৷ এর আগে ইন্ডিয়া জোটের প্রথম মেগা বৈঠকটি হয় জুন মাসে পটনায় ৷ দ্বিতীয়টি জুলাইয়ে বেঙ্গালুরুতে ৷ প্রথম বৈঠক আয়োজনের দায়িত্বে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বেঙ্গালুরুর বৈঠকের দায়িত্বে ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

ABOUT THE AUTHOR

...view details