নয়া দিল্লি, 21 অক্টোবর : দেশে কোভিড-19 ভ্যাকসিন (COVID-19 vaccine) ডোজ 100 কোটি পেরিয়ে গেল ৷ বৃহস্পতিবার সকালে এই মাইলফলকের পর উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) টুইট করে জানিয়েছেন, 1 বিলিয়ন ডোজ সম্পূর্ণ হল ৷ দূরদর্শী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বের ফল এটা ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের 75% যোগ্য প্রাপ্তবয়স্করা অন্ততপক্ষে প্রথম ডোজ পেয়েছেন আর প্রায় 31% ভ্যাকসিনের 2 ডোজই নিয়েছেন ৷ এ বছর 16 জানুয়ারি দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল ৷ 2 ফেব্রুয়ারি ফ্রন্টলাইন কর্মীদের (FLWs) ভ্যাকসিন দেওয়া শুরু হয় ৷ 100 কোটি ছুঁতে 276 দিন সময় লাগল ৷
টুইট করেছেন প্রধানমন্ত্রীও ৷ তিনি টুইটে লেখেন, ভারত ইতিহাস তৈরি করল ৷ আমরা ভারতীয় বিজ্ঞান, উদ্যম এবং 130 কোটি ভারতীয়ের একসঙ্গে কাজ করার জয় দেখতে পাচ্ছি ৷ 100 কোটি ডোজ পেরিয় যাওয়ার জন্য ভারতকে শুভেচ্ছা ৷ আমাদের চিকিৎসক, নার্স এবং সবাই যাঁরা এই লক্ষ্যপূরণের জন্য কাজ করেছেন, তাঁদের সকলকে আমার শ্রদ্ধা জানাই ৷ আজ এই লক্ষ্যপূরণের পর স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে (Ram Manohar Lohia Hospital) যান ৷
আরও পড়ুন : Corona in Bengal : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে আটশো পার