নয়াদিল্লি, 8 এপ্রিল :বম্বে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখকে ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালত তার পর্যবেক্ষেণ সাফ জানিয়ে দেয়, যাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি রাজ্য়ের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী ৷ আর যিনি তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন, সেই পরমবীর সিং মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ৷ অর্থাৎ দু’জনেই প্রশাসনের উঁচুতলার মানুষ ৷ তাই এই মামলার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া বাঞ্ছনীয় ৷
প্রসঙ্গত, পরমবীর সিংয়ের করা অভিযোগের ভিত্তিতে অনিল দেশমুখের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছিল ৷ সেই মামলার শুনানিতেই অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ এরপর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মহারাষ্ট্র সরকার ৷ বৃহস্পতিবার সেই মামলারই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বম্বে হাইকোর্টের নির্দেশে তারা কোনও হস্তক্ষেপ করবে না ৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, পরস্পরের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার আগে পর্যন্ত অনিল দেশমুখ এবং পরমবীর সিং একসঙ্গেই কাজ করতেন ৷ তাই এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ৷