নয়াদিল্লি, 5 এপ্রিল: সরকারের বিরুদ্ধে সমালোচনাকে জাতীয়তাবাদ-বিরোধী বলা যায় না ৷ একটি চ্যানেল নিয়ে রায় দিতে গিয়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একথা বললেন ৷ কেরলের একটি মালয়ালম সংবাদমাধ্যমের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট ৷ বুধবার তা খারিজ করলেন দেশের প্রধান বিচারপতি ৷ এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, "সংবাদমাধ্যমের স্বাধীনতা সমাজের জন্য জরুরি" ৷
এই মামলায় কেন্দ্রীয় সরকার সংবাদমাধ্যমটির লাইসেন্স পুনর্নবীকরণ করতে অস্বীকার করে ৷ আর এই সিদ্ধান্তকে কার্যত সিলমোহর দেয় হাইকোর্ট ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, তিনি হাইকোর্টের এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন ৷ কারণ, হাইকোর্ট তার নির্দেশের সমর্থনে কোনও ব্যাখ্যা দেয়নি ৷
এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, মালয়লাম নিউজ চ্যানেলটির প্রচার বন্ধের সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি কীভাবে জড়িত ? এর পক্ষে সন্তোষজনক ব্যাখ্যা দিয়ে রাজ্যের বিষয়টি প্রমাণ করা উচিত ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এমন সিদ্ধান্ত সম্পর্কে তাঁর মত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে একটি সাধারণ দাবি করা হয়েছে ৷ আর এই রিপোর্টগুলি গোপনীয় ৷ তিনি বলেন, "আমরা এধরনের সওয়াল-জবাব গ্রহণ করতে পারছি না ৷ শুধুমাত্র তথ্য অনুসন্ধান রিপোর্ট যথেষ্ট নয় ৷ সিবিআই ও অন্য তদন্তকারী সংস্থাগুলিকে এর প্রেক্ষাপট ভালোভাবে খতিয়ে দেখতে হবে ৷"