মথুরা, 14 নভেম্বর : ব্রিটিশ শাসককে উৎখাত করতে পরাধীন ভারতে বিদেশি বণিকদের নাস্তানাবুদ করে ছেড়েছিলেন দেশের বীর সন্তানরা ৷ একের পর এক ঘটনা ঘুম কেড়ে নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ৷ তেমনই দু’টি ঘটনা ঘটেছিল ঊনবিংশ শতাব্দীতে ৷ যা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত নাড়িয়ে দেয় ৷ এর মধ্যে প্রথম ঘটনাটি ঘটে 1805 সালে ৷ দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ চলাকালীন ভরতপুর অবরোধের সময় ৷ ভরতপুরকে চারদিক দিয়ে ঘিরে কেল্লা আক্রমণ করেছিল ব্রিটিশ সেনা ৷ কিন্তু, বারবার হামলা চালিয়েও ভরতপুরের অবরোধ তুলতে ব্যর্থ হয় তারা ৷ উল্টে এই লড়াইয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3 হাজার 203 জন সেনাকে প্রাণ হারাতে হয় ৷ জখম হন আরও আট থেকে 10 হাজার সেনা ৷ বাধ্য হয়েই চুক্তি স্বাক্ষর করতে হয় ব্রিটিশদের ৷
আরও পড়ুন :Independence Special : বালগঙ্গাধরের কলম ধার বাড়িয়েছিল স্বাধীনতার যুদ্ধের
দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল আদিংয়ে ৷ মথুরা সদর থেকে যার দূরত্ব 40 কিলোমিটার ৷ 1857 সালের মহাবিদ্রোহের সময় রাজপুত সেনারা ব্রিটিশদের শক্তি কাজে লাগিয়েই তাদের নাস্তানাবুদ করে ছেড়েছিলেন ৷ ঘটনায় হতবাক ব্রিটিশ শাসক শেষ পর্যন্ত প্রতারণার আশ্রয় নিতে বাধ্য হয় ৷ বোঝাপড়ার বার্তা দিয়ে রাজপুত সেনাদের ডেকে পাঠানো হলেও তাঁদের মধ্যে 80 জনকে পণবন্দি করা হয় ৷ আদিংয়ে রাজা ফন্দমলের প্রাসাদে তাঁদের সকলকে ফাঁসি দেওয়া হয় ৷ ইতিহাসের পাতায় আজও উল্লেখ রয়েছে সেই নারকীয় ঘটনার ৷