পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Independence Special : কে কেলাপ্পানদের নেতৃত্বে কেরালায় ছড়িয়ে পড়েছিল লবণ সত্যাগ্রহ

কেরালাতেও ছড়িয়ে পড়েছিল লবণ সত্যাগ্রহ (Salt Satyagraha in Kerala) ৷ নেতৃত্বে ছিলেন কে কেলাপ্পান (K Kelappan), ময়ারথ শঙ্কর মেনন এবং সি এইচ গোবিন্দন নাম্বিয়ারের মতো স্বাধীনতা সংগ্রামীরা ৷ মহাত্মা গান্ধির আন্দোলনকে দক্ষিণ ভারতের এই অংশে বিস্তারিত করেছিলেন তাঁরা ৷

independence special salt satyagraha spread in kerala by k kelappan
Independence Special : কে কেলাপ্পানদের নেতৃত্বে কেরালায় ছড়িয়ে পড়েছিল লবণ সত্যাগ্রহ

By

Published : Dec 11, 2021, 7:37 AM IST

Updated : Dec 11, 2021, 12:29 PM IST

কান্নুর, 11 ডিসেম্বর :‘‘এই একমুঠো নুন দিয়েই আমি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দেব ৷’’ 1930 সালের 6 এপ্রিল গুজরাতের ডান্ডি সৈকতে একথা বলেছিলেন মহাত্মা গান্ধি (Mahatma Gandhi) ৷ এবং তিনি তা করে দেখিয়েছেন ৷ সি. কৃষ্ণণ নায়ার, তিতুস, রাঘব পথুভাল, শঙ্করজি এবং তপন নায়ারের মতো মালায়লী স্বাধীনতা সংগ্রামীরা ডান্ডি অভিযানে অংশ নিয়েছিলেন ৷ গান্ধিজির আইন অমান্য অন্দোলনের অন্যতম অংশ ছিল লবণ সত্যাগ্রহ ৷ সারা দেশের বিপ্লবীরা গান্ধিজির অহিংস আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিলেন ৷ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়েছিল লবণ সত্যাগ্রহ (Salt Satyagraha) ৷

আরও পড়ুন :Independence Special: 102 বছর পরও কোটি কোটি মানুষের আস্থার জায়গা গান্ধিজির নবজীবন ট্রাস্ট

প্রসঙ্গত, 1882 সালে ভারতে লবণ আইন কার্যকর করে ব্রিটিশ শাসক (Salt Act of 1882) ৷ তাতে লবণের উৎপাদন ও বিলিবণ্টনে ক্ষমতা একচ্ছত্রভাবে নিজেদের হাতে রাখে বিদেশি বণিক-শাসক ৷ এই একচেটিয়া আধিপত্য ভাঙাই ছিল মহাত্মা গান্ধির লক্ষ্য ৷ তিনি চেয়েছিলেন দেশের সর্বস্তরের মানুষই সস্তায় নুনের নাগাল পাক ৷ সেই কারণেই লবণ সত্যাগ্রহ শুরু করেন তিনি ৷ আন্দোলনের বিস্তার ঘটেছিল কেরালাকে কেন্দ্র করেও (Salt Satyagraha in Kerala) ৷ কেরালা গান্ধি নামে পরিচিত কে কেলাপ্পান পায়ানুরে এই আন্দোলনের নেতৃত্ব দেন ৷ অন্যদিকে, বেপোরে আন্দোলন ছড়িয়ে দেন মহম্মদ আবদুর রহমান ৷

পায়ানুরের উলিয়াথু কাডাভু এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ৷ নেতৃত্বে ছিলেন কে কেলাপ্পান (K Kelappan), ময়ারথ শঙ্কর মেনন এবং সি এইচ গোবিন্দন নাম্বিয়ার ৷ 1930 সালের 9 মার্চ ভাডাকারায় আয়োজিত কংগ্রেসের একটি বৈঠকে পদযাত্রার অনুমতি দেওয়া হয় ৷ নেতা নির্বাচিত করা হয় কে কেলাপ্পানকে ৷ কোঝিকোড়ে থেকে শুরু হওয়া সেই পদযাত্রার অগ্রভাগে ছিলেন কে টি কুঞ্জিরামন নাম্বিয়ার ৷ পদযাত্রায় অংশ নিয়েছিলেন 32 জন ৷ 1930 সালের 13 এপ্রিল সেই পদযাত্রার সূচনা পর্বে ব্রিটিশবিরোধী একটি গান গেয়েছিলেন কৃষ্ণা পিল্লাই ৷ যা হাজারো মানুষের প্রশংসা কুড়িয়েছিল ৷ ময়ারথ কুঞ্জি শঙ্কর মেনন, পি কুমারন এবং সি এইচ গোবিন্দন মাঝপথে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন ৷ পায়ানুরে পদযাত্রা পৌঁছেছিল 21 এপ্রিল ৷ এর পরদিন তা পৌঁছে যায় উলিয়াথ কাডাভুতে ৷ লবণ সত্যাগ্রহের সাফল্য ব্রিটিশদের ক্ষুব্ধ করেছিল ৷ আন্দোলনকারীদের উপর তাই দমন-পীড়ন শুরু করে ব্রিটিশ পুলিশ ৷ তাতে কংগ্রেসের অসংখ্য সদস্য গ্রেফতার হন ৷

কে কেলাপ্পানদের নেতৃত্বে কেরালায় ছড়িয়ে পড়েছিল লবণ সত্যাগ্রহ

ইতিহাস বলছে, উলিয়াথু কাডাভু নদীর অববাহিকায় যে লবণ জমা হত, আন্দোলনকারীরা তা সংগ্রহ করেন ৷ পুলিশ সবকিছুই দেখছিল ৷ এরপর বস্তায় করে শিবিরে লবণ নিয়ে গিয়ে তা পরিশ্রুত করা হয় ৷ সবশেষে তা সেই লবণ নিলাম করা হয় এবং ব্রিটিশদের লবণ আইন ভাঙার কথা ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন :Independence Special : জেনারেল ডায়ারকে নিকেশ করে ব্রিটিশদের ঘুম কেড়েছিলেন উধম সিং

গত বছর, লবণ সত্যাগ্রহের 90 বছর পূর্তি পালন করা হয়েছে ৷ দুর্ভাগ্যের বিষয় হল, উলিয়াথু কাডাভুর মতো একটি ঐতিহাসিক জায়গাই আজ সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে ৷ তবে পায়ানুর গান্ধি স্মৃতি সংগ্রহশালায় লবণ সত্যাগ্রহের নানা ঐতিহাসিক তথ্যপ্রমাণ সংরক্ষিত করে রাখা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দারা এই জায়গাটির সংরক্ষণের পক্ষে সওয়াল করেছেন ৷ তাঁদের আশা, কোনও একদিন হয়ত তাঁদের কথা শোনা হবে ৷

Last Updated : Dec 11, 2021, 12:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details