আজমেঢ়, 28 অগস্ট :আজমেঢ় শহরের একেবারে কেন্দ্রস্থলেই রয়েছে রাষ্ট্রীয় সংগ্রহশালা ৷ মুঘল সম্রাট আকবরের শাসনকালে এটি প্রতিষ্ঠা করা হয় ৷ ভারতে ব্রিটিশরাজের প্রাথমিক পর্যায়ের উত্থান শুরু হয়েছিল এই আজমেঢ় দুর্গ থেকেই ৷ 1616 খ্রিষ্টাব্দে ইংল্য়ান্ডের রাজা প্রথম জেমসের নির্দেশে মুঘল বাদশা জাহাঙ্গিরের সঙ্গে দেখা করতে আজমেঢ় দুর্গে আসেন থমাস রো ৷ উদ্দেশ্য ছিল, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদন ৷
আরও পড়ুন :Independence Special : ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়েছিলেন রামগড়ের রানি অবন্তী বাঈ
সুরাত-সহ ভারতের বিভিন্ন অংশে কল-কারখানা প্রতিষ্ঠার বিশেষ অনুমোদন আদায় করাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য ৷ একাধিক বৈঠকের পর ব্রিটিশের সেই প্রস্তাবে রাজি হন জাহাঙ্গির ৷ আর এই চুক্তিই বরাবরের জন্য ভারতের ইতিহাস বদলে দেয় ৷ সেই সময় কেউ কল্পনাও করতে পারেননি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কারখানা তৈরির অনুমতি চাইছে, আদতে তারা এই দেশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায় ! ক্রমশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা দেশে তাদের আধিপত্য বিস্তার করে এবং ভারতে ব্রিটিশ শাসন জারি হয় ৷