ইম্ফল, 15 অগস্ট:মণিপুরে এই স্বাধীনতা দিবসে প্রদর্শিত হবে হিন্দি চলচ্চিত্র । 20 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম স্বাধীনতা দিবসে হিন্দি ছবি দেখানো হবে উত্তর-পূর্বের এই রাজ্যে ৷ আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ) মঙ্গলবার সন্ধ্যায় চুরাচাঁদপুরের রেংকাই (লামকা) এ একটি হিন্দি চলচ্চিত্র দেখানোর পরিকল্পনা করেছে ।
স্বাধীনতা দিবসে হিন্দি চলচ্চিত্র প্রদর্শন: এইচএসএ সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা মঙ্গলবার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি হিন্দি চলচ্চিত্র প্রকাশ্যে প্রদর্শন করবে ।
বিবৃতিতে বলা হয়েছে, "সন্ত্রাসবাদী গোষ্ঠী এবং মেইতেই-পন্থী মণিপুর রাজ্য সরকারের বিরুদ্ধে এটা আমাদের অবজ্ঞা এবং প্রতিবাদ, যারা কয়েক দশক ধরে আদিবাসীদের তাদের নিয়ন্ত্রণে রেখেছে ৷"
আদিবাসী ছাত্র সংগঠনের বিবৃতি: বিবৃতিতে দাবি করা হয়েছে যে, প্রতিদ্বন্দ্বী 'সন্ত্রাসী' গ্রুপ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট/কংলেইপাক কমিউনিস্ট পার্টির ক্যাডাররা আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টাকে সমর্থন করার জন্য গ্রামবাসীদের 'সবক' শেখান এবং 2006 সালে 20 জনেরও বেশি হামার মহিলাকে, নাবালিকাদের ধর্ষণ করেন ।