নয়াদিল্লি, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসেও বিভিন্ন রঙের রাজস্থানি বাঁধনি প্রিন্টের পাগড়িতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ প্রধানমন্ত্রী হিসাবে এ দিন 10তম স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন তিনি ৷ সেই 2014 সাল থেকে প্রতিটি স্বাধীনতা দিবসে এই রঙিন পাগড়ি পরে পতাকা উত্তোলন করতে দেখা গিয়েছে মোদিকে । এবারও তার অন্যথা হল না, সেই ঐতিহ্য বজায় রেখেছেন তিনি ।
ঐতিহ্য মেনেই মাথায় রাজস্থানি বাঁধনির রঙিন পাগড়ি প্রধানমন্ত্রীর মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি সাদা কুর্তা পরতে দেখা গিয়েছে ৷ তার উপর পরেছিলেন একটি কালো ভি-নেক হাফ জ্যাকেট ৷ আর তাঁর মাথায় ছিল এই রাজস্থানি বাঁধনি প্রিন্টের পাগড়ি ৷ এই পাগড়ির নীচে অংশটি ছিল লম্বা এবং তাতে ছিল হলুদ, সবুজ ও লাল রঙের মিশ্রণ ।
প্রধানমন্ত্রীকে 76তম স্বাধীনতা দিবসেও পাগড়ি পরতে দেখা গিয়েছে ৷ আগের বছর তিনি তেরঙা ডোরা-সহ একটি সাদা পাগড়ি পরেছিলেন । তার সঙ্গে পরনে ছিল একটি কুর্তা এবং চুড়িদার পায়জামা ৷ আর পায়ে ছিল কালো জুতো ৷ আর কুর্তার উপরে একটি নীল জ্যাকেট ৷ এই পোশাকেই প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং টানা নবমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ।
লালকেল্লায় মোদির পোশাকে পরিচিত চমক এর আগে 75তম স্বাধীনতা দিবসে মোদি একটি ডোরাকাটা গেরুয়া পাগড়ি পরেছিলেন । ঐতিহাসিক লালকেল্লায় 74তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁকে একটি গেরুয়া এবং ক্রিম রঙের পাগড়িতে দেখা গিয়েছিল । প্রধানমন্ত্রী হাফ হাতা কুর্তা ও তার সঙ্গে চুড়িদার পায়জামা পরেছিলেন সেদিন । তিনি গেরুয়া পাড়-সহ একটি সাদা গামছাও রেখেছিলেন গলায় ৷ যা তিনি কোভিড -19 এর বিরুদ্ধে সর্তকতা হিসাবে ব্যবহার করেছিলেন ।
2019 সালে টানা দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর লালকেল্লা থেকে তাঁর প্রথম ভাষণে প্রধানমন্ত্রী বিভিন্ন রঙের মিশ্রণের একটি পাগড়ি পরেছিলেন । লালকেল্লা থেকে এটি ছিল তাঁর টানা ষষ্ঠতম ভাষণ । প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর মোদি লালকেল্লা থেকে 2014 সালে প্রথমবার দেশের উদ্দেশ্যে ভাষণ দেন ৷ তখন তিনি একটি গাঢ় লাল এবং সবুজ যোধপুরী বাঁধনির পাগড়ি পরেছিলেন । 2015 সালে প্রধানমন্ত্রী বিভিন্ন রঙের স্ট্রাইপ-সহ একটি হলুদ পাগড়ি পরেছিলেন ৷ 2016 সালে তিনি পরার জন্য বেছে নিয়েছিলেন একটি গোলাপী এবং হলুদ ঢেউ খেলানো 'টাই অ্যান্ড ডাই' পাগড়ি ।
আরও পড়ুন:আগামী 5 বছরে তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতি হবে দেশ, স্বাধীনতা দিবসে 'গ্যারান্টি' মোদির
2017 সালে প্রধানমন্ত্রী সোনালি স্ট্রাইপ-সহ একটি উজ্জ্বল লাল পাগড়ি পরেছিলেন । 2018 সালে তাঁর পাগড়ির রঙ ছিল গেরুয়া । মোদির মাথায় কচ্ছের লাল বাঁধনি পাগড়ি থেকে শুরু করে হলুদ রাজস্থানী পাগড়ি, প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময়ও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে । পরের বছরের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি শেষবারের মতো লালকেল্লায় তেরঙা উত্তোলন করলেন এবং দেশের উদ্দেশ্যে ভাষণ দিলেন ।