দেরাদুনের এই জেলে চারবার বন্দি ছিলেন জওহরলাল নেহেরু দেরাদুন (উত্তরাখণ্ড), 15 অগস্ট: স্বাধীনতা সংগ্রামের এক টুকরো নির্দশন উত্তরাখণ্ডের দেরাদুনে ৷ যেখানে অন্যতম এখানকার এক পুরনো জেল ৷ যেখানে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চারবার কারাবরণ করেছিলেন । চলুন জেনে নিন পুরনো এই কারাগারের ইতিহাস ৷
দেরাদুনের চারবার বন্দি ছিলেন জওহরলাল নেহেরু: ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য জওহরলাল নেহেরুকে ব্রিটিশ সরকার দেরাদুনের পুরনো এই কারাগারে চারবার বন্দি করেছিল । নেহেরু প্রথমবার 1932 সালে, তারপর 1933, 1934 এবং আবার 1941 সালে কারাগারে বন্দি হয়েছিলেন । যে ওয়ার্ডে নেহরুকে রাখা হয়েছিল সেটি এখন নেহেরু ওয়ার্ড নামে পরিচিত । নেহরু ওয়ার্ডে এখনও তাঁর শোয়ারঘর, স্টোরেজ রুম, পাঠশালা এবং শৌচাগার রয়েছে । এছাড়ও নেহরু ওয়ার্ডের বাইরের প্রধান দরজাটি এখনও অক্ষত রয়েছে ৷ এর বিশেষত্ব হল, দরজাটি ঢালাই ছাড়াই আটকানো রয়েছে । দরজাটা আজও শক্তপোক্ত আছে ।
হেরিটেজ সেন্টার গড়ার প্রক্রিয়া শুরু: দেরাদুনের এই জেলে থাকাকালীনই ওই ওয়ার্ডে বসেই জওহরলাল নেহরু তাঁর বিশ্ববিখ্যাত বই 'ডিসকভারি অফ ইন্ডিয়া'-এর কিছু অংশ লিখেছিলেন । তবে আজ এই নেহরু ওয়ার্ডের অবস্থা বিশেষ ভালো নয় । এই কারণেই সময়ে সময়ে এই জায়গাটি সংরক্ষণের দাবি উঠেছে । উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনডি তিওয়ারি নেহেরু ওয়ার্ডকে একটি হেরিটেজ সেন্টার করার প্রক্রিয়া শুরু করেছিলেন । এরপর নেহেরু হেরিটেজ সেন্টারের উদ্বোধন করেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা । কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি একই রয়েছে ।
আরও পড়ুন:স্বাধীনতার শতবর্ষের সময় ভারত উন্নত দেশে পরিণত হবে, দাবি প্রধানমন্ত্রীর
উত্তরাখণ্ডের প্রতি নেহেরুর টান: জওহরলাল নেহরু যখন দেরাদুনের এই পুরনো জেলে বন্দি ছিলেন সেই সময় মেয়ে ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ওয়ার্ডে তাঁর সঙ্গে দেখা করতে আসতেন । উত্তরাখণ্ডের প্রতি নেহরুর প্রবল টান ছিল । দেরাদুনের এই কারাগারে বন্দি থাকার আগেও নেহেরু মুসৌরি যেতেন । এর আগেও 1906 সালে তিনি তাঁর বাবা মতিলাল নেহেরু এবং মা স্বরূপরানির সঙ্গে মুসৌরিতে বেড়াতে এসেছিলেন । 1964 সালের 27 মে তাঁর মৃত্যু হয় । জানা যায়, তাঁর ঠিক আগের দিন দেরাদুনে গেছিলেন নেহেরু ।