রামপুর (উত্তরপ্রদেশ), 2 ডিসেম্বর: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য (Indecent Remarks on Women) করার অভিযোগ উঠল সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা আজম খানের (Azam Khan) বিরুদ্ধে ৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায় ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুরে একটি সভায় ভাষণ দেওয়ার সময় তিনি মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ ৷ সভা থেকেই মহিলারা থানায় গিয়ে অভিযোগ জানান আজম খানের বিরুদ্ধে ৷
2019 সালের লোকসভা নির্বাচন চলাকালীন সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ মাস কয়েক আগে সেই মামলায় দোষী সাব্য়স্ত হয়েছেন তিনি ৷ তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ৷ ওই রায়ের জেরে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে ৷ তার পরও আবার আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷
আজম খানের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার পর রামপুরে বিধানসভার উপ-নির্বাচন (Rampur Assembly By Election 2022) হচ্ছে ৷ সেখানে গত কয়েকদিনে একাধিক সভায় উপস্থিত ছিলেন তিনি ৷ 29 নভেম্বরের একটি সভা থেকে তিনি এই আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ ৷